জানা নিউজ

২ হাজার রুপি কেজিতে বাংলাদেশের ইলিশ কিনলেন তসলিমা নাসরিন

ভারতে রপ্তানি করা বাংলাদেশের ইলিশ নিয়ে চলছে নানা আলোচনা। এই আলোচিত মাছ কিনেছেন ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। ২২ কিলোমিটার দূরের একটি মাছের আড়ত থেকে তিনি পদ্মার ইলিশ কিনেছেন ২,০০০ রুপি কেজি দরে। ইলিশ কিনে উচ্ছ্বসিত তসলিমা সামাজিক যোগাযোগমাধ্যমে ইলিশ হাতে একটি ছবি পোস্ট করেছেন।

ছবির ক্যাপশনে তসলিমা জানিয়েছেন, কাঙ্ক্ষিত এ মাছ কিনতে তাকে কী পরিমাণ দূরত্ব এবং দাম গুনতে হয়েছে। তার পোস্টের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ইলিশের দাম ও তার দেশপ্রেম নিয়ে নানা বিতর্ক শুরু হয়েছে।

ভারতে বাংলাদেশের ইলিশ সবসময়ই অত্যন্ত জনপ্রিয়। দুর্গাপূজা উপলক্ষে সম্প্রতি বাংলাদেশ সরকার ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়, যার অংশ হিসেবে এ মাছ ভারতে পৌঁছেছে।