ঢাকাই চলচ্চিত্রে তারকাদের ব্যক্তিগত সম্পর্কের খবর কখনোই আলোচনার বাইরে থাকে না। আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে যখন থাকেন সুপারস্টার শাকিব খান, তখন তা যেন আরও বেশি উত্তাপ ছড়ায়। কিছুদিন আগেও তৃতীয় বিয়ে নিয়ে তাকে ঘিরে নানা গুঞ্জন শোনা গিয়েছিল, যেখানে পরিবারের পছন্দের এক ডাক্তার পাত্রীর সঙ্গে শাকিবের সম্পর্কের কথাও উঠে আসে। এমন আবহেই নতুন করে শাকিবকে ঘিরে প্রেমের গুঞ্জন উসকে দিয়েছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত।
গতকাল বুধবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে শাকিব খানের সঙ্গে একটি ঘনিষ্ঠ ছবি শেয়ার করেন মিষ্টি জান্নাত। ছবির ক্যাপশনে লেখেন, ‘সেই ১ম বার’, সঙ্গে জুড়ে দেন হার্ট ইমোজি। ছোট্ট এই বাক্য আর প্রতীকী ইমোজিই তৈরি করেছে রহস্যের জট। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা-এটি কি নতুন কোনো সম্পর্কের ইঙ্গিত, নাকি কোনো সিনেমার ঘোষণা, নাকি শুধুই বন্ধুত্বের স্মৃতি?
এর আগেও শাকিব খানের সঙ্গে বিমানে তোলা দুইটি সেলফি প্রকাশ করেছিলেন মিষ্টি। সেই ছবির ক্যাপশন ছিল ‘লাভ লাভ’, সঙ্গে ভালোবাসার ইমোজি। তখন থেকেই শুরু হয় গুঞ্জন, এই দুই তারকার মধ্যে বিশেষ কোনো সম্পর্ক আছে কি না। সেই সময় মিষ্টি জান্নাত এক সাক্ষাৎকারে বলেছিলেন, “শুধু সেলফি না, আমরা তো পুরোদিন আড্ডা দিলাম। দেখলাম অনেকেই লিখেছে আমি নাকি দৌড়ে গিয়ে শাকিব খানকে অনুরোধ করে ছবি তুলেছি। এসব দেখে খুব বিরক্ত হয়েছি। আমি ২৭ বছরের একজন প্রাপ্তবয়স্ক মানুষ। আমার যদি ইচ্ছে হয়, আমি তার সঙ্গে ছবি তুলতেই পারি। উনি ২৫ বছরের ক্যারিয়ারের একজন মেগাস্টার, এতে সমস্যা কোথায়?”
এর আগের সময়গুলিতেও শাকিব খানের ব্যক্তিজীবন নিয়ে আলোচনার শেষ ছিল না। অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং বিচ্ছেদের পর শাকিবের তৃতীয় বিয়ের গুঞ্জন উঠে আসে বারবার। শোনা যায়, শাকিব নাকি এবার পরিবারের পছন্দের এক ডাক্তার পাত্রীর সঙ্গে ঘর বাঁধতে যাচ্ছেন। সেই ডাক্তার পাত্রীর বিষয়ে নাম করে কিছু না বলা হলেও, মিষ্টি জান্নাতের ডাক্তার পরিচয় এবং তার সঙ্গে শাকিবের ছবি সেই গুঞ্জনকে আরও জোরালো করে তুলেছিল।
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে মিষ্টি জান্নাতের। এরপর নিয়মিত অভিনয় করেছেন ঢালিউডে। অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন দন্ত্য চিকিৎসকও। আর চিকিৎসক হওয়ার কারণেই অনেকের ধারণা, শাকিবের ব্যক্তিজীবন ঘিরে যে ডাক্তার পাত্রীর গল্প শোনা যাচ্ছিল, সেটির সঙ্গে মিষ্টির কোনো যোগসূত্র থাকতে পারে।
তবে শাকিব-মিষ্টির এই সম্পর্কের প্রকৃতি এখনও ধোঁয়াশায় ঢাকা। ভক্ত-অনুরাগীরা যেমন কৌতূহলে নানান প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, তেমনি অনেকেই এটিকে শুধুই পেশাগত সম্পর্ক বা বন্ধুত্ব হিসেবে দেখতে চাইছেন। এর মধ্যেই ঢালিউডের অন্দরে আবারও তীব্র আলোচনায় উঠে এসেছে শাকিব খানের ব্যক্তিজীবন, যা বরাবরের মতোই সিনেমার বাইরে তাকে রেখেছে আলোচনার শীর্ষে।