রাজধানীতে ফের দুই জায়গায় ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ‘মিথ্যা-বানোয়াট ও ষড়যন্ত্রমূলক’ মামলার বিচারের নামে প্রহসন বন্ধের দাবিতে ওই মিছিল করা হয়। গতকাল রোববার সকালে ডেমরায় ঢাকা-৫ সংসদীয় আসনের আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলের নেতৃত্ব দেন মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শান্ত নূর খান শান্ত। অন্যদিকে সকালে মিরপুর এলাকায় ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নেতৃত্বে একটি মিছিলটি বের করা হয়। মিছিলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ, যুবলীগে নেতারা অংশ নেন। মিছিলে তারা শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে; শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই ইত্যাদি স্লোগান দেন। এদিকে
খুলনা নগরে সাতসকালে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। গতকাল রোববার সকাল সাড়ে ৭টার দিকে জিরো পয়েন্ট এলাকায় ‘বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা জেলা শাখা’র ব্যানারে এই মিছিল বের হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের হরিণটানা থানার ওসি খাইরুল বাশার বলেন, জিরো পয়েন্ট এলাকায় হঠাৎ গাড়ি থেকে নেমেই ঝটিকা মিছিল করে পালিয়ে গেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খুলনায় এই প্রথমবার আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে দেখা গেল। মিছিলের ছবি ও ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, একদল ব্যক্তি ব্যানার নিয়ে জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ করছেন। ব্যানারে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি রয়েছে। এ সময় ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘শেখ হাসিনা ফিরবে আবার বীরের বেশে’-স্লোগান দেওয়া হয়। ওসি খাইরুল বাশার বলেন, সকালের দিকে হওয়ায় রাস্তাঘাট অনেকটা ফাঁকা ছিল। পুলিশ মিছিলকারীদের আটক করতে তৎপর আছে।