দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়লেও মৃত্যুশূন্য দিন পার করেছে বাংলাদেশ। বুধবার (২৫ জুন) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তবে এই সময়ে কেউ মারা যাননি।
এর আগের দিন, অর্থাৎ মঙ্গলবার (২৪ জুন) ২১ জন নতুন করে আক্রান্ত হলেও কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। চলতি বছরের বেশিরভাগ দিনেই আক্রান্তের সংখ্যা কম থাকলেও সাম্প্রতিক কিছু দিনে সংক্রমণ হালকা বেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৬ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ২১ শতাংশ।
এনিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ৪৪ জনে।
মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৫১৮ জনে অপরিবর্তিত রয়েছে, কারণ নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮ জন পুরুষ ও ১১ জন নারী।
মৃতদের ভৌগোলিক অবস্থান বিশ্লেষণে দেখা যায়—
১. ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ৭ জনের,
২. চট্টগ্রামে ৯ জনের,
৩. খুলনায় ৩ জনের।
বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর, ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়। এরপর টানা কয়েক বছর করোনার ভয়াবহ প্রভাব চললেও বর্তমানে সংক্রমণ ও মৃত্যুহার অনেকটাই নিয়ন্ত্রণে।
তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, সংক্রমণের হার বাড়া কিংবা কমা স্বাভাবিক এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে এখনো উদাসীন হওয়া চলবে না।
বিজ্ঞপ্তিতে করোনা পরিস্থিতি পুরোপুরি শেষ হয়নি— এ বিষয়ে জনগণকে সচেতন থাকতে বলা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলা, জনসমাগমে মাস্ক ব্যবহার, অসুস্থ বোধ করলে পরীক্ষা করানো এবং আক্রান্ত হলে আলাদা থাকা— এ ধরনের সুরক্ষা ব্যবস্থার প্রতি গুরুত্ব আরোপ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।