বাংলাদেশের চলচ্চিত্রে সামাজিক বাস্তবতার গল্প নিয়ে কাজের ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে যৌনপল্লির বাস্তব ঘটনার প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘রঙবাজার’। প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজির উদ্যোগে তৈরি এই সিনেমা আসছে দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে।
‘রঙবাজার’ সিনেমার গল্প ভিত্তি পেয়েছে প্রায় চারশ বছরের পুরোনো এক যৌনপল্লি উচ্ছেদের ঘটনা থেকে। সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী এবং মূল গল্পের ভাবনা এসেছে তানজিব অতুলের কাছ থেকে। সিনেমার নির্মাতা রাশিদ পলাশ জানিয়েছেন, এই সিনেমায় এমন এক পল্লির বাস্তবতা তুলে ধরা হয়েছে, যা এক রাতেই ভেঙে পড়েছিল। নির্মাতা রাশিদ পলাশ বলেন, “সত্য ঘটনা অবলম্বনে এই সিনেমার গল্প তৈরি করেছেন তানজিব অতুল। এর চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। আশা করছি গল্পটি দর্শককে মুগ্ধ করবে।”
চলচ্চিত্রটির শুটিং হয়েছে রাজবাড়ির গোয়ালন্দের দৌলতদিয়ায়। সেখানে দেশের সবচেয়ে বড় যৌনপল্লিতে টানা শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করে নির্মাতা পলাশ জানিয়েছেন, শুটিং শুরুর আগে অভিনেতা-অভিনেত্রীরা কিছুটা সঙ্কোচে ছিলেন। যৌনপল্লির পরিবেশ এবং সেখানকার মানুষের সঙ্গে মিশতে কতটা সমস্যা হতে পারে, তা নিয়ে তাদের মনে দুশ্চিন্তা ছিল। কিন্তু শুটিংয়ের সময় পরিস্থিতি একেবারে বদলে যায়। পলাশ বলেন, “কিন্তু আমাকে অবাক করে দিয়ে অভিনয় শিল্পীরা খুব অল্প সময়েই সেখানকার সবার সঙ্গে মিশে যান। সেখানকার মেয়েরা আমার শিল্পীদের অনেক যত্নে রেখেছিলেন। খাবার-দাবারের ব্যবস্থা করা থেকে যে পরিমাণ সাহায্য তারা করেছেন, সেটা অবাক করার মতো। শিল্পীরা পল্লির মেয়েদের সঙ্গে নানান বিষয় নিয়ে গল্প করেছেন, তাদের সঙ্গে মিশে গিয়ে চরিত্রটা খুব দ্রুত কানেক্ট করে নিয়েছেন।”
সিনেমাটির শিল্পীদের তালিকায় রয়েছেন শম্পা রেজা, তানজিকা আমিন, নাজনীন হাসান চুমকি, জান্নাতুল পিয়া, মৌসুমি হামিদ, লুৎফর রহমান জর্জ, মিঠুসহ আরও অনেকেই। লাইভ টেকনোলজি প্রযোজিত সিনেমাটিতে তিনটি গান রয়েছে, যেগুলোর সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ নীরব।
করোনার পরের সময়টিতে যেসব সিনেমা বাণিজ্যিকভাবে সাফল্য পেয়েছে, তার মধ্যে লাইভ টেকনোলজির ‘পরাণ’ অন্যতম। সেই সাফল্যের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি এবার ‘রঙবাজার’ নিয়ে নতুন আশায় বুক বাঁধছে। যৌনপল্লির বাস্তব জীবনের আলো-অন্ধকার, মানুষের জটিল মনস্তত্ত্ব এবং সামাজিক বাস্তবতা-সবকিছুর মিশেলে সিনেমাটি হতে পারে দর্শকের কাছে এক অনন্য অভিজ্ঞতা।