তুরস্কে গতকাল শনিবার দূর্নীতির অভিযোগে বিরোধীদলীয় আরো তিনজন মেয়রকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তবে প্রধান বিরোধী দল সিএইচপি রাজনৈতিক অভিযান হিসেবে এর নিন্দা করেছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের প্রধান বিরোধীদল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নির্বাচিত নেতাদের লক্ষ্য করে আটকের সর্বশেষ ঘটনা এটি। রিপাবলিকান পিপলস পার্টি এরদোয়ানের একেপিকে ২০২৪ সালের স্থানীয় নির্বাচনে বড় ব্যবধানে হারিয়ে ছিল। সর্বশেষ গতকাল শনিবার সকালের অভিযানে আটককৃতরা হলেন তুরস্কের দক্ষিণাঞ্চলীয় আদানা শহরের মেয়র জেইদান কারালার, রিসোর্ট শহর আন্টালিয়ার মেয়র মুহিতিন বোসেক ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আদিয়ামান শহরের মেয়র আবদুর রহমান তুতদেরে। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। একই অভিযোগে মার্চ মাসে ইস্তাম্বুলের শক্তিশালী বিরোধী মেয়র একরেম ইমামোগলুকে অপসারণ করা হয়েছিল। একরেমের কারাদণ্ডের ফলে ২০১৩ সালের পর তুরস্কের রাস্তায় সবচেয়ে বড় আন্দোলন হয়েছিল। তিনি ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের সবচেয়ে বড় প্রতিদ্বন্দী। এর আগে চলতি সপ্তাহের শুরুতে বিরোধী দলের সবচেয়ে বড় ঘাঁটি ইজমিরে পুলিশ ১৩৭ জনকে একই অভিযোগে গ্রেপ্তার করেছিল। পুলিশ এখনো ১৫৭ জনের গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী বাকিদেরও খুঁজছে। তুরস্কের রাজধানী আঙ্কারার বিরোধীদলীয় মেয়র মনসুর ইয়াভাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন, ‘যে ব্যবস্থায় আইন রাজনীতির মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, যেখানে এক গোষ্ঠীর জন্য ন্যায়বিচার প্রয়োগ করা হয় ও অন্য গোষ্ঠীর জন্য উপেক্ষা করা হয়, সেখানে আইনের শাসনে বা ন্যায়বিচারের আশা করা উচিত নয়। আমরা অন্যায়, অনাচার বা রাজনৈতিক অভিযানের কাছে মাথা নত করব না।’ এদিকে তুরস্কের সংসদে তৃতীয় বৃহত্তম দল কুর্দিপন্থী ডিইএমও কঠোর ভাষায় বিবৃতি দিয়ে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে। ডিইএমের সহসভাপতি তুলায় হাতিমোগুল্লারি এক্সে লিখেছেন, ‘নির্বাচিত কর্মকর্তাদের ওপর এই নির্যাতন বন্ধ করতে হবে। ব্যালট বাক্সে জনগণের সিদ্ধান্তকে সম্মান না করা বা জনগণের ইচ্ছাকে স্বীকৃতি না দেওয়া গভীর ক্ষতের সৃষ্টি করছে। এই অভিযানগুলো কোনো সমাধান নয়। বরং এটি গণতান্ত্রিক তুরস্কের পথকে অবরুদ্ধ করছে।’ অন্যদিকে আঙ্কারার একটি আদালত সোমবার ২০২৩ সালের নেতৃত্বের প্রাথমিক নির্বাচনে ভোট কেনার অভিযোগে সিএইচপির বিরুদ্ধে একটি মামলার শুনানি শুরু করেছে, যা সিএইচপির জনপ্রিয় নেতা ওজগুর ওজেলের নির্বাচনকে বাতিল করে দিতে পারে। সূত্র : এএফপি