জানা নিউজ

ডেইলি স্টার ও প্রথম আলোর দুটি নিউজ নিয়ে ক্ষোভ আইন উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ডেইলি স্টার ও প্রথম আলো পত্রিকার সাংবাদিকতার মান নিয়ে ক্ষোভ ঝাড়লেন। তিনি অভিযোগ করেন, এই দুই পত্রিকাও ‘পার্টিজান’ এর কাজ করেছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এই অভিযোগ করেন আইন উপদেষ্টা। তিনি এই দুই পত্রিকার বিরুদ্ধে অপসাংবাদিকতার দুটি উদাহরণ তুলে ধরেন। আসিফ নজরুল বলেন, আজ থেকে তেরো-চৌদ্দ বছর আগে আইন বিভাগের একজন লেকচারার খালেদা জিয়ার বিরুদ্ধে প্রচণ্ড আজেবাজে কথা বললে তাকে হিরো বানিয়ে দিয়ে নিউজ করল ডেইলি স্টার এবং তার নামের আগে লেকচারার না বসিয়ে প্রফেসর লাগিয়ে দিয়ে নিউজ করল। একেবারে তথ্য-প্রমাণ আমি দিতে পারব। কারণ আমার বিভাগের। প্রতিদিন তাকে প্রফেসর লেখা হতো। নিউজ ছাপা হয়েছিল প্রথম পৃষ্ঠায়। তারপর যখন তাকে এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে বের করে দেওয়া হলো- তখন এ নিউজ ছাপেনি। আইন উপদেষ্টা জানান, সেই লেকচারার এত উন্মত্ত মন-মানসিকতার ছিল যে- বছর কয়েক আগে আত্মহত্যা করেছেন। তিনি আরও বলেন, আমি প্রথম আলোতে নিজেও লেখি। প্রথম আলো জাফরুল্লাহ চৌধুরীকে লেখে বিএনপিপন্থী। তো আমি সোহরাব ভাইকে (সোহরাব হাসান) বলতাম, ভাই, জাফরুল্লাহ চৌধুরী যদি বিএনপিপন্থী হোন তবে আনিসুজ্জামান বা মুহম্মদ জাফর ইকবালের ক্ষেত্রে আওয়ামী লীগপন্থী লেখেন না কেন? তো এ রকম হলে তো মানুষের আস্থা থাকবে না। তিনি জানান, সাংবাদিকতা এক জিনিস। কোড অব কন্ট্রাক্ট থাকে। কিন্তু এই যদি হয় নমুনা তাইলে মানুষের আস্থা থাকবে কিভাবে?