জানা নিউজ

টিসিবির বরাদ্দকৃত টাকা যথাযথভাবে ব্যবহার করতে চাই: বাণিজ্য উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বুধবার রাজধানীর আর্মি গলফ ক্লাবে ‘ট্রেড উইথ টিসিবি’ শীর্ষক আলোচনা সভায় বললেন,

“সরকার সিন্ডিকেটকে সাপোর্ট করে না। সার্বিক বাজার ব্যবস্থা দুর্বৃত্তায়ন থেকে বের হয়ে এসেছে। বাজারে প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়েছে। বিভিন্ন পক্ষের সমালোচনা থেকে আমরা শেখার চেষ্টা করছি।”

এসময় বিগত বছরে টিসিবি’তে ব্যাপক দুর্নীতি হয়েছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন,

“টিসিবির জন্য বরাদ্দকৃত ১২ থেকে ১৪ হাজার কোটি টাকা যথাযথভাবে ব্যবহার করতে চাই। টিসিবি যদি সরাসরি বেশি পণ্য আমদানি করে তাহলে নিত্যপণ্যের দর অনেক বেড়ে যাবে, কারণ ভর্তুকি অনেক বেড়ে যাবে। এ জন্য শিল্পকে কাজে লাগিয়েই আমাদের খাদ্য আমদানি করতে হয়।”

শেখ বশিরউদ্দীন আরও যোগ করে বলেন,

“দুর্বৃত্তায়নের প্রভাব মাঠ পর্যায়ে কোনো কাজে আসবে না। মানুষ এই দুর্বৃত্তায়নের অবসান করতে চায়। ৪০ লাখ উপকারভোগীর সংখ্যা কমিয়ে আনা হয়েছে; ৫ তালা বাড়ি আছে তারাও টিসিবির কার্ড নিয়ে বসে আছে। সরকারি কর্মকর্তা পরিবারে ৩ টি কার্ড রয়েছে; এসব অযৌক্তিক।”

‘আমি ক্ষমতায় থাকাকালীন সময়েই ১ কোটি পরিবারকে সঠিকভাবে যাচাই-বাছাই করে তাদের হাতে পণ্য পৌঁছে দেব। জুন মাসের মধ্যে তা বাস্তবায়ন করা হবে’-যোগ করেন এ উপদেষ্টা।