জানা নিউজ

জাতীয় নির্বাচনের শান্তিপূর্ণ আয়োজন সম্ভব, ডাকসু তার প্রমাণ: প্রেস সচিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম। তিনি মনে করেন, সাম্প্রতিক ডাকসু নির্বাচন তারই একটি প্রতিফলন এবং জাতীয় নির্বাচনেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তৃতা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও নাগরিক সমাজের নেতারাও উপস্থিত ছিলেন।

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস স্পষ্টভাবে জানিয়েছেন—ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সময়সূচি থেকে সরে আসা জাতির জন্য মারাত্মক অস্থিরতা বয়ে আনতে পারে। তিনি আরও জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রায় ৮ লাখ পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে।

তিনি উল্লেখ করেন, শুধু সরকারের সদিচ্ছা নয়, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের অংশগ্রহণও সুষ্ঠু নির্বাচনের জন্য অপরিহার্য। তার ভাষায়, “ইলেকশন করে সোসাইটি, পলিটিক্যাল পার্টিগুলো। তারা যদি চায়, তাহলে একটি ভালো নির্বাচন অবশ্যই সম্ভব।”

ডাকসু নির্বাচনের উদাহরণ টেনে শফিকুল আলম বলেন, সেখানে কোনো বড় ধরনের আইনশৃঙ্খলাজনিত ঘটনা ঘটেনি। শিক্ষার্থী, রাজনৈতিক দল ও সুধী সমাজ একসঙ্গে ভালোভাবে উত্তরণ করেছে। জাতীয় নির্বাচনেও জনগণ যদি বন্যার জলের মতো ভোটকেন্দ্রে ছুটে আসে, তবে কোনো শক্তিই সুষ্ঠু ভোট ঠেকাতে পারবে না।

প্রেস সচিব সমালোচকদের উদ্দেশে বলেন, অনেকেই আবেগের বশবর্তী হয়ে বলছেন সরকার কিছুই করেনি। কিন্তু বিপ্লব-পরবর্তী সময়ে অন্যান্য দেশের অভিজ্ঞতা বিবেচনায় নিলে দেখা যায়, বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি হয়নি—এটাই সরকারের বড় সাফল্য। তিনি ইউটিউবে ছড়ানো মিথ্যা তথ্যেরও সমালোচনা করেন এবং গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।