ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা মঙ্গলবার গভীররাতে এক পোস্টে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন। একই রাত শেষে ভোর হলে তিনি আরেকটি পোস্ট করে ছাত্রশিবির ও নির্বাচনকে কেন্দ্র করে।
বুধবার ভোরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ওই পোস্টে তিনি উল্লেখ করেন, “কারচুপির নির্বাচনের জন্য ১৪০০ মানুষ মরছে! একি ইতিহাস, একি ব্যবস্থা। এতগুলা পরিবার নিঃস্ব হলো। অভিনব পন্থায় নির্বাচন কারচুপি হয়েছে। বাংলাদেশের ইতিহাসের কালো রাত হয়ে থাকবে। নিজেদের হীনস্বার্থের জন্য ইসলামি ছাত্রশিবির জাতির সঙ্গে কতটা বেঈমানি করেছে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে।”
রাত সাড়ে ৩টার দিকে তিনি আরও একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি একে ‘সম্পূর্ণ নির্লজ্জ কারচুপি’ আখ্যা দিয়ে পুনরায় বয়কটের ঘোষণা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম। ৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন।’উমামার মন্তব্য ও অভিযোগ শিক্ষার্থীদের মধ্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তার অভিযোগ অনুযায়ী, শুধু নির্বাচনের ফলাফল নয়, পুরো প্রক্রিয়ায় এমন ধরণের অনিয়ম ঘটেছে যা ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষার্থী রাজনীতির ইতিহাসে কালো অধ্যায় হিসেবে লেখা থাকবে।