জানা নিউজ

গাজায় ইসরায়েলি হামলা: ঝরলো আরও ৩১ প্রাণ!

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি নৃশংস হামলা চলমান রেখেছে। এতে প্রতিনিয়ত ঝরছে তাজা প্রাণ। জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৩১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শুক্রবার  এ তথ্য প্রকাশ করেছে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১ মে) গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন ও শুক্রবার ভোরে হামলায় আরও মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

প্রতিবেদন বলছে, ফিলিস্তিনি তথ্য কেন্দ্র এবং কুদস নিউজ নেটওয়ার্কের তথ্য অনুসারে, ইসরায়েলি সেনাবাহিনী মধ্যাঞ্চলে বুরেইজ শরণার্থী শিবিরে আবু জেইনা পরিবারের বাড়িতে বোমা হামলা চালিয়েছে, এতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি সামরিক বাহিনী গোলাবর্ষণ করছে। গাজায় থাকা আল জাজিরার আরবি সংবাদদাতার তথ্যমতে, খান ইউনিসের পূর্বে শেখ নাসর পাড়ায় ইসরায়েলি বাহিনী একটি বাড়িতে গোলাবর্ষণ করেছে, এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন।

পাশাপাশি উত্তর গাজার শেখ রাদওয়ান এলাকার একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। উভয় ঘটনায়ই এখনও পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।