জানা নিউজ

UCB BFF অনূর্ধ্ব-১৫জাতীয় ফুটবল লীগ ২০২৫ চ্যাম্পিয়ন রাজবাড়ী।

শরিতপুরকে ৪-০ গোলে হারিয়ে ঢাকা জোন 1 এর UCB BFF অনূর্ধ্ব-15 জাতীয় ফুটবল লীগ 2025 চ্যাম্পিয়ন হয়েছে রাজবাড়ী।
চ্যাম্পিয়ন: রাজবাড়ী
রানার্স আপ: শরিতপুর
সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন রাজবাড়ী
জেলা প্রশাসক সুলতানা আক্তার,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  মিসেস শামীমা পারভীন, পুলিশ সুপার, রাজবাড়ী
মারিয়া হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাজবাড়ী সদর মো
আমানুল্লাহ আহমেদ, জেলা ক্রীড়া কর্মকর্তা, রাজবাড়ী
মোল্লা ফজলুল হক মুকুল, ব্যবস্থাপক, ইউসিবি ব্যাংক, রাজবাড়ী শাবা
আলহাজ্ব মোহাম্মদ দেলোয়ার হোসেন, চেয়ারম্যান, সাগর এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ, রাজবাড়ী
জয়দেব কর্মকার, স্বত্বাধিকারী, রাজলক্ষ্মী জুয়েলার্স এন্ড হাউজিং লিমিটেড, রাজবাড়ী
সভাপতিঃ অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, চেয়ারম্যান, জেলা মনিটরিং কমিটি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং সভাপতি, জেলা ফুটবল এসোসিয়েশন, রাজবাড়ী।