জানা নিউজ

মেক্সিকোতে প্রবল বন্যায় কমপক্ষে ৪৪ জনের মৃত্যু

কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টিপাত ও বন্যার ফলে মেক্সিকোতে কমপক্ষে ৪৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গ্রীষ্মমন্ডলীয় ঝড় প্রিসিলা এবং রেমন্ডের মুষলধারে বৃষ্টিপাতের ফলে দেশটির পাঁচটি রাজ্যে ভূমিধস এবং বন্যা দেখা দিয়েছে। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। সরকারি বিবৃতিতে বলা হয়, ভেরাক্রুজ রাজ্যে ১৮ জন, হিডালগোতে ১৬ জন, পুয়েবলায় নয়জন এবং কুয়েরেতারোতে একজনের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সরকার ১৩৯টি ক্ষতিগ্রস্ত শহরকে সহায়তা করার জন্য একটি বিশেষ পরিকল্পনা নিয়ে দুর্যোগ মোকাবেলার চেষ্টা করছেন। মেক্সিকান সামরিক বাহিনীর পোস্ট করা ছবিতে দেখা গেছে, সেনারা লাইফ র‌্যাফট ব্যবহার করে মানুষকে সরিয়ে নিচ্ছে, কাদামাটিতে প্লাবিত বাড়িঘর এবং শহরের রাস্তা দিয়ে কোমর সমান জলের মধ্য দিয়ে উদ্ধারকর্মীরা হেঁটে যাচ্ছে। প্রেসিডেন্ট শাইনবাউম এক্সে দেয়া বার্তায় বলেছেন, ‘আমরা গভর্নর এবং পাশাপাশি বিভিন্ন ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ভেরাক্রুজ, হিডালগো, পুয়েবলা, কুয়েরেতারো এবং সান লুইস পোটোসির জরুরি অবস্থার দিকে মনোযোগ দিচ্ছি।