লিওনেল মেসি মাঠে ছিলেন না, চোটের কারণে ছিটকে গেছেন তরুণ ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। তবে তাদের অনুপস্থিতিতেও জয় পেল আর্জেন্টিনা। জিওভান্নি লো সেলসোর একমাত্র গোলে বিশ্বচ্যাম্পিয়নরা হারিয়েছে ভেনেজুয়েলাকে।
বাংলাদেশ সময় গতকাল শনিবার সকালে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ১-০ ব্যবধানে জেতে লিওনেল স্কালোনির দল। ম্যাচজুড়ে নিয়ন্ত্রণে রেখেও গোলের দেখা পেতে কষ্ট করতে হয় আলবিসেলেস্তেদের।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই ম্যাচে তরুণদের বেশি সুযোগ দেন কোচ স্কালোনি। তারই ধারাবাহিকতায় দলে ছিলেন নিকো পাজ, হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেসরা। খেলার শুরু থেকেই দাপট দেখায় আর্জেন্টিনা। ষষ্ঠ মিনিটেই গোলের সুযোগ পান লাউতারো মার্তিনেস, কিন্তু ভেনেজুয়েলা গোলরক্ষক কনত্রেরাস তার শট ঠেকিয়ে দেন।
সাত মিনিট পর নিকো পাজের দূরপাল্লার শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর ৩১তম মিনিটে মার্তিনেসের পাস ধরে ডি-বক্সে নিচু শটে গোল করেন লো সেলসো। রেয়াল বেতিসের এই মিডফিল্ডারের এটি ছিল জাতীয় দলের হয়ে চতুর্থ গোল।
বিরতির আগে আরও একটি সুযোগ পান লাউতারো, কিন্তু গোলরক্ষকের দক্ষতায় তা প্রতিহত হয়। দ্বিতীয়ার্ধেও একই গল্প-চেষ্টা আছে, গোল নেই। হুলিয়ান আলভারেস, নিকো পাজ, ম্যাক অ্যালিস্টার-সবাই সুযোগ পেয়েছেন, কিন্তু কনত্রেরাসের সেভে রক্ষা পায় ভেনেজুয়েলার জাল।
এক পর্যায়ে পাল্টা আক্রমণ থেকে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ভেনেজুয়েলা। কিনতেরোর শট ক্রসবারে লাগলে হাতছাড়া হয় সম্ভাবনা। শেষ দিকে তিনবার গোলের সুযোগ পান লাউতারো মার্তিনেস, কিন্তু প্রতিবারই ব্যর্থ হন।
শেষ পর্যন্ত লো সেলসোর একমাত্র গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। বিশ্বকাপে শিরোপা ধরে রাখার প্রস্তুতিতে এটি তাদের আত্মবিশ্বাসের জোগান দেবে।
ম্যাচ শেষে কোচ লিওনেল স্কালোনি বলেন, “দলটা নতুন খেলোয়াড়দের নিয়ে তৈরি হচ্ছে। সবাই পরিশ্রম করছে, এবং জয়ের মাধ্যমে সেটা প্রমাণিত হয়েছে। মেসি ও মাস্তানতুয়োনো না থাকলেও দলের মনোবল দুর্দান্ত।”
আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় ভোরে পুয়ের্তো রিকোর বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।