বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম ম্যাচেই হোঁচট খাওয়ার পর অবশেষে জয় ফিরল জার্মান শিবিরে। ডাবলিনে গত রোববার দিবাগত রাতে নর্দার্ন আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে টানা তিন হারের হতাশা কাটাল নাগেলসম্যানের শিষ্যরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল জার্মানি। সপ্তম মিনিটেই সের্গে জিনাব্রি গোল করে দলকে এগিয়ে নেন। নিউক্যাসল মিডফিল্ডার নিক ভল্টামাডারের নিখুঁত পাস ধরে বক্সে ঢ়ুকে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। তবে ৩৪ মিনিটে কর্নার থেকে ভলিতে গোল করে সমতায় ফেরান নর্দার্ন আয়ারল্যান্ডের ইসাক প্রাইস। প্রথমার্ধে দুই দল সমানতালে লড়লেও বিরতির পর চিত্র পাল্টে যায়। ৬৯ মিনিটে ডেভিড রাউমের লম্বা পাসে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে বল ফাঁকায় চলে আসে, সুযোগটি নষ্ট করেননি নাদিম আমিরি। মাত্র তিন মিনিট পর ফ্লোরিয়ান ভার্টজ বক্সের বাইরে থেকে দুর্দান্ত ফ্রি-কিকে ব্যবধান ৩-১ করেন। এরপর আরও কয়েকটি সুযোগ তৈরি হলেও ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা। পুরো ম্যাচে প্রায় ৮০ শতাংশ বলের দখল ছিল জার্মানদের হাতে। লক্ষ্যে ১১ শটের মধ্যে ৬টি পাঠায় তারা অন টার্গেটে। যেখানে আয়ারল্যান্ডের তিন শটের মধ্যে একটিই ছিল অন টার্গেটে, আর সেই শট থেকেই গোল পেয়েছিল সফরকারীরা। এই জয়ে ‘এ’ গ্রুপের দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে জার্মানি। সমান পয়েন্ট থাকলেও গোল পার্থক্যে দুইয়ে আছে নর্দার্ন আয়ারল্যান্ড। টানা দুই জয় নিয়ে শীর্ষে স্লোভাকিয়া, আর লুক্সেমবার্গ দুই ম্যাচেই হেরে তলানিতে নেমে গেছে।