এনসিপি আহ্বায়াক নাহিদ ইসলাম শুক্রবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আটোয়ারী বাজারে এনসিপির নতুন অফিস উদ্বোধনকালে বললেন, “ছাত্র-জনতার গণঅভুত্থ্যানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছেন। বাংলাদেশে এই যে গুটিকয়েক মানুষ স্বৈরাচার তৈরি করেছে, ফ্যাসিবাদ তৈরি করেছে-এরাই সব সম্পদের মালিক হয়েছে। ফলে আমাদের এই জমিদারি প্রথা ভেঙে গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন করে যেন কোনো স্বৈরাচার বা চাঁদাবাজ তৈরি না হয়, তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। তাদের বিরুদ্ধে কথা বলতে হবে।”
নাহিদ ইসলাম আরও যোগ করে বলেন, “একটি দলের মধ্যে কিছু মানুষ লুটপাট করে বিত্তবান ও জুলুমবাজ হয়ে গেছিলেন -তারাই কিন্তু আজকে দেশ ছেড়েছে। এমনকি তারা সকল নেতাকর্মীদের বিপদে ফেলে দেশ ছেড়ে পালিয়েছেন। এটা কোনো দলের নেতা হতে পারে না।”
এ সময় এনসিপির আহ্বায়াক বলেন, “এখনও পঞ্চগড়সহ বিভিন্ন সীমান্তে গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে। এখন প্রেক্ষাপট পরিবর্তনের পর সীমান্তে পুশইন করা হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, ছাত্র-জনতার বাংলাদেশ। যদি পাঠাতেই হয় হাসিনা ও তার দোসরদের পাঠান। আমরা তাদের বিচারের আওতায় নিয়ে আসবো। কোনোভাবেই এ পুশইন আর মেনে নেয়া হবে না।”
আমরা দলমত নির্বিশেষে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি। আমাদের সঙ্গে থাকুন আমরা যে স্বাধীনতা এনেছি আপনাদের সঙ্গে নিয়ে তা রক্ষা করবো। তেঁতুলিয়া উপজেলার তেঁতুল তলায় এনসিপির আয়োজিত পদযাত্রা শেষে এক পথ সভায় এসব কথা বলেন তিনি।
“সারাদেশে এনসিপির উদ্যোগে পহেলা জুলাই থেকে শুরু হয়েছে জুলাই পদযাত্রা। আর অভ্যুত্থানের পর থেকে এবং এই পদযাত্রায় আপনাদের এলাকার কৃতি সন্তান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়ের নানা সমস্যা তুলে ধরেছেন। পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা নানা দুর্নীতির অনিয়ম নিয়ে কথা বলেছেন। আমরা চেষ্টা করছি আপনাদের সমস্যা নিয়ে কাজ করতে”-যোগ করেন এনসিপির এ নেতা।