জানা নিউজ

৫০-এর বেশি মোসাদ এজেন্ট আটক করল ইরান

ইরানের স্থানীয় গণমাধ্যম মঙ্গলবার জানিয়েছে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সিস্তান-বেলুচিস্তানে ইরানি নিরাপত্তা বাহিনী মোসাদের ৫০ জনের বেশি এজেন্টকে আটক করেছে। এ সময় অভিযান চলাকালে আরও দুই এজেন্ট নিহত হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে দক্ষিণ-পূর্বাঞ্চলে মোতায়েন আইআরজিসির স্থল বাহিনীর কুদস ঘাঁটি জানিয়েছে, সিস্তান-বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইহুদি বাহিনীর (সিয়নবাদী শাসন) হয়ে কাজ করা ৫০-এর বেশি সন্ত্রাসী ও ভাড়াটে সৈন্যকে আটক করা হয়েছে এবং দু’জন সন্ত্রাসী নিহত হয়েছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, মোসাদ এজেন্টদের ধরতে পরিচালিত এই অভিযান গত দুই সপ্তাহ জুড়ে পরিচালিত হয়েছে।