জানা নিউজ

সেনবাগে দুই স্কুল ছাত্রী নিখোঁজ

সেনবাগ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী নুসরাত জাহান সারা (১৪) ও একই শ্রেণীর ছাত্রী সাদিয়া হাছান (১৪) গতকাল সোমবার দুপুর ১২ থেকে নিখোঁজ রয়েছে। নিখোঁজ নুসরাত জাহান সারা সেনবাগ পৌরসভার ৪ নং ওয়াডের ছয় বাড়িয়া হুজুরের বাড়ির সৌদি প্রবাসী নাসির উদ্দীন পলাশের মেয়ে ও অপরজন সাদিয়া পৌরসভার সাহাপুর ৮ নং ওয়ার্ডের শামীমের মেয়ে।

জানাগেছে সোমবার(৩০জুন) ওই দুই ছাত্রী দুপুর ১২ টার সময় সেনবাগ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বাংলা পরীক্ষা দিয়ে স্কুল থেকে বের হয় আর বাড়ি ফিরনী । অভিভবকরা সম্ভাব্য সকল আত্মীয় স্বজন সহ বিভিন্ন স্থানে বহু খোঁজাখুজির পরও কোন সন্ধান না পেয়ে সোমবার রাতে সেনবাগ থানায় নিখোঁজ ডাইরী করে ডাইরী নং ২০ তারিখ ৩০/৬/২৫ ও ডাইরী নং ২২ তারিখ ৩০/৬/২৫ ইং।

আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার পর্যন্ত নিখোঁজ দুই ছাত্রীর সন্ধান যাওয়া যায়নি। দুই ছাত্রীর কোন রকম সন্ধান না পেয়ে অভিভাবক সহ আত্বীয় স্বজনরা চরম হতাশায় নিমজ্জিত হয়েছে।

এব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম মিজানুর রহমার দুই ছাত্রীর নিখোঁজের বিষয়ে অভিভাবকদের পক্ষ থেকে আলাদা  দুই ডাইরী করা হয়েছে বলে নিশ্চিত করে জানান, ছাত্রীদের সন্ধানে পুলিশ কাজ করছে। একটি মোবাইল নাম্বারের সুত্র ধরে ছাত্রীদের উদ্ধারে পুলিশ কাজ করছে আশা করা হচ্ছে নিখোঁজ ছাত্রীদের উদ্ধার কর যাবে।

উল্লেখ্যঃ এরআগে (২৩ জুন) সোমবার দুপুর ১২টার দিকে ৫নং অর্জুনতলা ইউনিয়নের ছিলোনিয়া মোহাম্মাদিয়া মাদ্রাসা ও এতিমখানার হেফজ বিভাগের তিন মাদ্রাসা ছাত্রী লামিয়া আকাতার আনিশা আক্তার ও উম্মে হাফসা আরিফা নিখোজ হয়। নিখোঁজের প্রায় ১১ঘন্টা পর পাশ্ববর্তী কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ থেকে তাদের উদ্ধার করা হয়।