জানা নিউজ

‘দ্য রয়্যালস’ মুক্তির পর ঠোঁট নিয়ে সরগরম নেটপাড়া

নেটফ্লিক্সে মুক্তি পাওয়া রোমান্টিক-কমেডি ওয়েব সিরিজ ‘দ্য রয়্যালস’ এর নায়িকা ভূমি পেডনেকর সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে আলোচনার কেন্দ্রে আসেন, কিন্তু এ বার মুখ্য কারণ তাঁর অভিনয় নয়, বরং ঠোঁট নিয়ে উঠা সমালোচনা।
সিরিজটি মুক্তির পর থেকেই সমালোচকদের পাশাপাশি সাধারণ দর্শকেরও আক্রমণের মুখে পড়েছে। অনেকেই সিরিজটিকে “অর্থহীন”ও “কোনো শিল্পমানবিহীন”হিসেবে অভিহিত করেছেন। কিন্তু এসব সমালোচনার থেকেও বেশি আলোচনার জন্ম দিয়েছে ভূমির ঠোঁট নিয়ে নেটপাড়ার বিভিন্ন কটাক্ষ। অনেকে মন্তব্য করেছেন, ভূমির ঠোঁট তাঁর অভিনয়ের চেয়ে বেশি নজর কেড়েছে।
অভিনেত্রী নিজেই এসব সমালোচনার জবাব দিয়েছেন। তিনি বলেছেন, “মানুষের অদ্ভুত অদ্ভুত বিষয়ে কথা বলা তাদের প্রিয় শখ। কেউ একবার সরাসরি বলেছিল আমার ঠোঁট খুব বড়, কিন্তু এই সমস্যা কবে থেকে তৈরি হলো? এমন বড় ঠোঁট পেতে মানুষ লাখ লাখ টাকা খরচ করে।” ভূমির এ বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক শেয়ার হয়েছে।
‘দ্য রয়্যালস’ সিরিজে ভূমি পেডনেকর ও ইশান খট্টর প্রথমবার জুটি বেঁধেছেন। সিরিজটিতে ভূমি ও ইশানের রসায়ন দর্শকদের দৃষ্টি আকর্ষণ করার প্রত্যাশা থাকলেও বেশির ভাগ দর্শক মনে করছেন, তাদের রসায়ন মন ছুঁতে পারেনি। এ সিরিজে আরও অভিনয় করেছেন জিনত আমন, নোরা ফাতেহি, সাক্ষী তনওয়ার, মিলিন্দ সোমান ও দিনো মোরিয়া প্রমুখ।
এ বিষয়ে ভূমি আগেও সামাজিক মাধ্যমে বলেছিলেন, ঠোঁট নিয়ে অনেক সময় তির্যক মন্তব্যের শিকার হয়েছেন। তবে তিনি নিজের ভেতরের আত্মবিশ্বাস হারাননি এবং বরং এসব মন্তব্যকে স্রেফ অযথা ফোকাসের ফল বলে দেখেন।
উল্লেখ্য, এর আগে ভূমি পেডনেকরকে ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ ও ‘ভক্ষক’ সিনেমায় দেখা গিয়েছে। ‘ভক্ষক’ চলচ্চিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছে। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস