জানা নিউজ

তোরা মারবি আমাকে? মেরে ফেল আমাকে,ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় উত্তপ্ত  ঢাকা বিশ্ব বিদ্যালয় সহ গোটা শিক্ষাঙ্গন। রাতেই শিক্ষার্থীরা প্রতিবাদ  মিছিল বের করলে উপাচার্য  বাসা থেকে বেরিয়ে  আসেন। উপাচার্য তখন শিক্ষার্থীদের তোপের মুখে তখন উপাচার্য বলেন, তোরা মারবি আমাকে? মেরে ফেল আমাকে। এরপর আন্দোলনকারীরা একটু শান্ত হয়। এসময় পিছনে আহাজারি করে কাঁদতে থাকেন উপাচার্যের সহধর্মিণী ও দুই কন্যা। পরে একদল শিক্ষার্থী উনাদের আশ্বস্ত করেন উপাচার্য মহোদয় আমাদের স্যার। উনার প্রতি কোন অসম্মান করা হবে না।