জানা নিউজ

পাকিস্তান প্রসঙ্গে আদনান সামির বিস্ফোরক মন্তব্যে উত্তাল নেটপাড়া

বলিউডের জনপ্রিয় গায়ক আদনান সামি সম্প্রতি একের পর এক বিস্ফোরক মন্তব্য করে পাকিস্তান নিয়ে তোলপাড় সৃষ্টি করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারতের পহেলগামে জঙ্গি হামলার প্রেক্ষিতে পাকিস্তানকে নিশানা করে করা মন্তব্যগুলো নতুন করে আলোচনায় এনেছে তার ভারতপ্রেম ও পাকিস্তানবিরোধী অবস্থান।
২০০১ সালে পাকিস্তান ছেড়ে ভারতে চলে আসেন আদনান সামি। এরপর ২০১৬ সালে তিনি ভারতের নাগরিকত্ব গ্রহণ করেন। পাকিস্তানে প্রশাসনের নির্যাতন ও রোষানলের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হন বলে বারবার দাবি করেছেন তিনি। সামি জানিয়েছেন, তার পাকিস্তানবিরোধী মনোভাব জন্ম নিয়েছে পাকিস্তানি সামরিক শাসনের অভিজ্ঞতা থেকে। তিনি স্পষ্ট করে বলেছেন, “আমার কোনো ক্ষোভ নেই পাকিস্তানের সাধারণ মানুষের প্রতি। সমস্যা একটাই-দেশটির সেনাবাহিনী।”
সম্প্রতি এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে সামি বলেন, “একদিন সব সত্য ফাঁস করে দেব। বহু বছর চুপ ছিলাম। মানুষ পাকিস্তানের কুকীর্তি শুনে চমকে যাবে।” তার এই মন্তব্যের পেছনে রয়েছে দীর্ঘদিনের দমিয়ে রাখা অভিজ্ঞতা, যা তার দাবি অনুযায়ী পাকিস্তানি রাষ্ট্রযন্ত্রের নিপীড়নের ফল।
ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ টেনে তিনি লেখেন, “সিঁদুর থেকে তন্দুর পর্যন্ত…, জয় হিন্দ।” এই বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে অন্তর্জালে, এবং দুই দেশের নেটিজেনদের মধ্যে বিভক্ত মতামত দেখা যায়। একপক্ষ তাকে সমর্থন জানায়, অন্যপক্ষ অভিযোগ করে যে তিনি “আরএসএসকে খুশি করতেই এসব বলছেন।”
এই মন্তব্যের জবাবে সামি নিজের অবস্থান আরো দৃঢ়ভাবে উপস্থাপন করেন। এক পাকিস্তানি নেটিজেনকে উদ্দেশ করে তিনি বলেন, “আরএসএসকে ভুলে গিয়ে আগে নিজের জীবন বাঁচাও।”
এখানেই থামেননি তিনি। এক সাক্ষাৎকারে বলেন, “আমি পাকিস্তানে আর কখনো ফিরে যেতে চাই না। যারা এখনও সেখানে আছেন, তারাও দেশটির সামরিক শাসনের ওপর ঘৃণা পোষণ করেন। দেশটিকে ধ্বংস করেছে সেনাবাহিনীই।”
সামির বক্তব্য নিয়ে দুই দেশের মিডিয়াতে তৈরি হয়েছে আলোড়ন। পাকিস্তানিদের একাংশ তাকে বিশ্বাসঘাতক বলে আখ্যা দিলেও ভারতের নেটিজেনদের বড় অংশ তাকে সাহসী বলে অভিহিত করেছেন।
আদনান সামি একজন কণ্ঠশিল্পী হলেও তার অভিজ্ঞতা এবং মন্তব্য আজ রাজনীতির কেন্দ্রবিন্দুতে। এমন এক সময় যখন ভারত-পাকিস্তান সম্পর্কে উত্তেজনা তুঙ্গে, তখন একজন শিল্পীর ব্যক্তিগত ক্ষোভ জাতিগত আলোচনার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে।