সারা দেশের মানুষ ভোটের খেলা দেখার অধীর আগ্রহ নিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
২৩ নভেম্বর শনিবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে চলমান শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আন্দোলন এখনও শেষ হয়নি। গণতন্ত্র কিন্তু এখনও আমাদের হাতের নাগালে নেই। সম্ভবনা কতটুকু বলতে চাই না। মানুষ বড় বড় সংস্কার কম বুঝে। কারণ এ সংস্কার দিয়ে মানুষের অভাব মেটে না। মানুষ বুঝে জিনিসপত্রের দাম বেশি। মানুষ চিৎকার দেয়, কবে সন্ত্রাস, মাদকমুক্ত দেশ হবে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার নিয়ে পুরোনোর দিনের একটি গান বলতে চাই। এই পথ চলা যদি শেষ না হয় তবে কেমন হত তুমি বলো তো? উল্টো দিকে তুমি বলো। আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই, এই পথ চলা যদি শেষ না হয় তবে কেমন হবে আপনি বলুন, আপনি ভাবুন, আপনি উত্তর দিন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ওবায়দুল কাদের বলতেন খেলা হবে খেলা হবে। এ খেলা তিনি আর খেলতে পারছেন না। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের। তার খেলা কেমন হত তা আমরা দেখতে পারছি না।
এ সময় অন্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হকসহ রংপুর বিভাগের ১০টি সাংগঠনিক জেলা বিএনপির নেতা-কর্মীরা।