বাংলাদেশে করোনাভাইরাসে সংক্রমণের হার বর্তমানে তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত থাকলেও মাঝেমধ্যে নতুন আক্রান্তের খবর আসছে। বৃহস্পতিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ জন। তবে এই সময়ে কেউ মৃত্যুবরণ করেননি।
বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে মোট ৪১২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৯টি রিপোর্ট পজিটিভ এসেছে। শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৬১ শতাংশ।
আঞ্চলিকভাবে আক্রান্তদের মধ্যে:
১. চট্টগ্রাম: ১৩ জন
২. ঢাকা মহানগর এলাকা: ৩ জন
৩. ময়মনসিংহ: ১ জন
৪. কুমিল্লা: ১ জন
৫. রাজশাহী: ১ জন
সংক্রমণ ও মৃত্যুর সামগ্রিক চিত্র
• ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজন করোনা রোগী শনাক্ত হয়।
• ওই বছরের ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যু ঘটে।
• ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু’দিন সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যুর ঘটনা ঘটে।
এ পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ৬৩ জন। মোট মৃত্যু ২৯ হাজার ৫১৮ জন।
২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫১৮ জনের মধ্যে। এ বছর মৃত্যু হয়েছে ১৯ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সার্বিক শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ। যদিও সাম্প্রতিক সময়ে সংক্রমণ অনেকটা কমে এসেছে, তবে মাঝে মাঝে সংক্রমণ দেখা যাওয়ায় সতর্কতা জারি রাখা হয়েছে।
জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষত জনসমাগমস্থলে মাস্ক ব্যবহার ও হাঁচি-কাশির শিষ্টাচার অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।