জানা নিউজ

সূরা আরাফ পারা ৮-৯, আয়াত ২০৬, রুকু ২৪ (মাক্কী)

আলিফ-লাম-মীম-সাদ। ২-৩. হে নবী! তোমার কাছে এ কিতাব নাজিল হয়েছে আল্লাহর তরফ থেকে। অতএব এ কিতাব দিয়ে (বিভ্রান্তদের) সতর্ক করতে তুমি কোনো ধরনের সংকোচকে প্রশ্রয় দিও না। আর বিশ্বাসীদের জন্যে এ-তো উপদেশ! ‘হে মানুষ! তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে নাজিল হওয়া বিধিবিধান অনুসরণ করো এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু বা অভিভাবক হিসেবে গ্রহণ কোরো না।’ হায়! কত সহজেই না তোমরা এ উপদেশ ভুলে যাও।

৪. কত (অবাধ্য পাপভারাক্রান্ত) জনপদকে আমি ধ্বংস করেছি! সেখানে আমার আজাব নাজিল হয়েছে হঠাৎ করে, কখনো রাতে আবার কখনো বা দুপুরে দিবানিদ্রা উপভোগ করার সময়। ৫. যখন আমার আজাব ওদের ওপর নেমে এসেছিল, তখন ওদের মুখে কোনো কথা ছিল না। শুধু ওরা আর্তনাদ করে বলে উঠেছিল, হায়! ‘নিশ্চয়ই আমরা সীমালঙ্ঘন করেছিলাম।’

৬. যাদের কাছে আমি রসুল পাঠিয়েছি, (মহাবিচার দিবসে) তাদের অবশ্যই আমার কাছে জবাবদিহি করতে হবে। আর রসুলদেরও জিজ্ঞেস করব (তারা আমার বাণী পৌঁছানোর দায়িত্ব কতটুকু পালন করেছিল আর কতটুকু সাড়া পেয়েছিল)। ৭. তারপর তাদের সকল কর্মকাণ্ড তাদের সামনে তুলে ধরব। আর তাদের সব কর্মকাণ্ডই আমি জানি। আমি তো সেখানে অনুপস্থিত ছিলাম না।