আলোচিত মডেল-অভিনেত্রী পিয়া বিপাশা। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি। ব্যক্তিজীবনে খুব অল্প বয়সে প্রথম বিয়ে করেছিলেন পিয়া। সেই সংসারে সোহা নামের একটি কন্যাসন্তান রয়েছে। তবে সেই সংসারটি টেকেনি। বিচ্ছেদের পর শোবিজে নিজের অবস্থান তৈরি করে নিয়েছিলেন তিনি। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ২০১৯ সালের জুলাইয়ে দ্বিতীয় বিয়ের জন্য আংটি বদল করেন ‘রুদ্র দ্য গ্যাংস্টার’খ্যাত এই নায়িকা। এরপর ২০২০ সালে বিয়ে করেন তিনি। তার বর ইউরোপের নাগরিক। বিয়ের পর পর্দায় না দেখা গেলেও সামাজিকমাধ্যকে সরব পিয়া। প্রায়ই খোলামেলা ছবি প্রকাশ করেন তিনি। ছবিতে তার আবেদনময়ী রূপ নজর কাড়ে অনুসারীদের। আবার পড়তে হয় সমালোচনার মুখেও। তবে তাতে কোনো ভ্রুক্ষেপ করেন না। পিয়া বলেন, আমি এখানে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছি। মডেলিং করছি। বিভিন্ন ব্যান্ডের সঙ্গে কাজ করছি। ব্যান্ডের ওরা যোগাযোগ করে। আমি ছবি তুলে ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করি। সেখান থেকে আমি নিয়মিত টাকা পাই। মজার ব্যাপার হচ্ছে, ছবিগুলো কখনো আমার স্বামী তুলে দেয়, কখনো মেয়েও তুলে দেয়। তিনি আরও বলেন, সম্প্রতি আমি ক্যামেরা কিনেছি। লাইটিং ও এডিটিংয়ের কৌশল শিখেছি। আমার বাসায় স্টুডিও আছে। বেশির ভাগ ছবি স্টুডিওতে ওরাই তুলে দেয়। আবার কখনো ফটোগ্রাফার তুলে দেয়। ইনস্টাগ্রামে পোস্ট করার পর উল্টাপাল্টা মন্তব্য করার কারণে মন্তব্যের ঘর বন্ধ করে রেখেছি চার থেকে পাঁচ বছর। ফেসবুক পেজের মন্তব্যের ঘরও বন্ধ করে রেখেছি। কারণ, মানুষ আজেবাজে মন্তব্য করে। তবে আমার হাজব্যান্ড অনেক খুশি। সে চায়, আমি খোলামেলা জামা পরি, এটা তার ভালো লাগে। পিয়া জানান, ইনস্টাগ্রাম ও ফেসবুকে বিভিন্ন পণ্যের যেসব পোস্ট করেন, তার জন্য বেশ ভালো সম্মানী পান। তার দাবি, এই সম্মানী কখনো দুই হাজার ডলার, আবার কখনো তিন হাজার ডলারের মধ্যে। বর্তমান জীবন নিয়ে এই অভিনেত্রীর ভাষ্য, আমার এখন আর কোনো স্বপ্ন নেই। যা চেয়েছি, গত পাঁচ বছরে সবই পেয়েছি। টাকা-পয়সা, সুন্দর জীবন, প্রতিষ্ঠিত হওয়া, ভালো স্বামী- সবই আমার হয়েছে। টাকা নিয়ে এখন কোনো চিন্তা নেই আমার। যা আয় করি, তা ব্যয় করার সময় পাই না। ২০১২ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজে পা রাখেন পিয়া বিপাশা। কাজ শুরু করেন নাটক ও টিভিসিতে। ছোট পর্দা পেরিয়ে ২০১৬ সালে ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। এরপর তিনি ‘মনের রাজা’, ‘এত প্রেম এত মায়া’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী।