ওটিটি দুনিয়ায় প্রবেশ করে যেন নতুন এক উচ্চতায় পৌঁছেছেন বলিউড তারকা শাহিদ কাপুর। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘ফর্জি’ দর্শক ও সমালোচক-উভয়ের মন জয় করে নেয় দ্রুতই। রাজ ও ডিকে পরিচালিত সেই থ্রিলার সিরিজের অসাধারণ গল্প, নির্মাণশৈলী আর শাহিদের দুর্দান্ত অভিনয়ে মুগ্ধ হয়েছিল ভারতীয় ও আন্তর্জাতিক দর্শকরা। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার সামনে এলো ‘ফর্জি টু’-এর চমকপ্রদ খবর-এই সিজনের জন্য শাহিদ কাপুর নিচ্ছেন ৪৫ কোটি রুপি পারিশ্রমিক, যা ওটিটি প্ল্যাটফর্মে একজন অভিনেতার জন্য রীতিমতো রেকর্ড।
চলচ্চিত্রে সাধারণত শাহিদের পারিশ্রমিক ২৫-৩০ কোটি রুপির মধ্যে থাকলেও, ওয়েব সিরিজের জন্য এই অঙ্ক এখন এক লাফে পৌঁছেছে ৪৫ কোটিতে। অর্থাৎ ওটিটির জন্য শাহিদের ফি স্ট্রাকচার একেবারে আলাদা ও আকাশছোঁয়া। সূত্রের দাবি, এটাই তার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক।
এত বড় অঙ্কের পিছনে রয়েছে ‘ফর্জি’ সিরিজের জনপ্রিয়তা এবং প্ল্যাটফর্মের প্রতি দর্শকদের আগ্রহ। ২০২৩ সালে অ্যামাজন প্রাইম ভিডিও-তে মুক্তিপ্রাপ্ত এই সিরিজে শাহিদের পাশাপাশি ছিলেন বিজয় সেতুপতি, রাশি খান্না, ভূবন অরোরা এবং কাব্য থাপা। সিরিজটি মুক্তির পর একপ্রকার কাল্ট ফলোয়িং গড়ে তোলে।
‘ফর্জি টু’ এর শুটিং ২০২৫ সালের শেষদিকে শুরু হওয়ার কথা রয়েছে। এবার নাকি আরও রোমাঞ্চকর চিত্রনাট্যে সাজানো হচ্ছে নতুন সিজনটি। শোনা যাচ্ছে, সিরিজে শাহিদ কাপুর, বিজয় সেতুপতি এবং কেকে মেনন-এর মুখোমুখি সংঘর্ষ হতে চলেছে, যা একেবারে হাই টেনশন থ্রিলার হয়ে দাঁড়াবে। গল্পে থাকবে প্রতারণা, বিশ্বাসঘাতকতা ও দুর্নীতির মতো জটিল আবর্ত।
পরিচালক রাজ ও ডিকে বর্তমানে ব্যস্ত রয়েছেন তাদের আরেক ওয়েব প্রজেক্ট ‘রক্ত ব্রহ্মাণ্ড’ নিয়ে। সেটির শুটিং শেষ করেই তারা পুরোপুরি মনোনিবেশ করবেন ‘ফর্জি টু’ এর প্রি-প্রোডাকশনে। সিরিজটি মুক্তি পাওয়ার সম্ভাব্য সময় ধরা হয়েছে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে।
ওটিটির পাশাপাশি শাহিদ কাপুর ব্যস্ত আছেন বড়পর্দার দিকেও। বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘অর্জুন অস্তারা’ ছবিতে তাকে দেখা যাবে তৃপ্তি দিমরির বিপরীতে। এই গ্যাংস্টার অ্যাকশন ড্রামার আন্তর্জাতিক পর্যায়ে শুটিং শুরু হবে মে মাসের মাঝামাঝি থেকে। সিনেমাটি মুক্তি পাবে ২০২৫ সালের ৫ ডিসেম্বর।
শাহিদের এতো সাফল্য এবং উচ্চ পারিশ্রমিক নিঃসন্দেহে বলিউডে ওটিটির গুরুত্ব এবং সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করছে। এক সময়ের রোম্যান্টিক হিরো এখন হয়ে উঠেছেন থ্রিলার-অ্যাকশন ঘরানার নির্ভরযোগ্য মুখ। আর তার এই পরিবর্তন মুগ্ধ করছে দর্শককেও।
Next Post