জানা নিউজ

লালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নাটোরের লালপুরে আব্দুলপুর রেলওয়ে স্টেশন এলাকায় বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যাক্তি (৭০) নিহত হয়েছেন।রেলওয়ে স্টেশন ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১১ মে) সকাল  ৮ টার দিকে  লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের করিমপুর রেল গেট থেকে ৫শ গজ আব্দুলপুর স্টেশনের দিকে ফকিরের দোকান সংলগ্ন এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকা গামী বনলতা এক্সপ্রেসে ট্রেনের চাকায় কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি (৭০) নিহত হয়েছেন। আব্দুলপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মোস্তাফিজুর রহমান নয়ন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।