জানা নিউজ

রাজধানীতে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

রাজধানীর কদমতলীতে চকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারীকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার ভোরে রাজধানীর সবুজবাগ থানার বাসাবো এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। থানার বরাত দিয়ে তিনি জানান, শিশুটির মা কদমতলী থানার একটি ভাড়া বাসায় বসবাস করেন। প্রতিদিনের মতো গত ২৫ এপ্রিল তিনি তার পাঁচ বছরের মেয়েকে নিয়ে কদমতলীর শ্যামপুরের একটি বন্ধ ফ্যাক্টরির নিচ তলায় পুরাতন প্লাস্টিকের ভাঙারি বাছাই করতে যান। সকাল ১১টার দিকে ইউসুফ আলী শিশুটিকে চকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে ফ্যাক্টরির তৃতীয় তলায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। এতে সহযোগিতা করে শফিকুল ইসলাম শাহিন নামে একজনসহ অজ্ঞাত একজন। তারা বাইরে পাহারা দেয়। শিশুটির কান্নাকাটির শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে শফিকুল ও অজ্ঞাত ব্যক্তি ইউসুফকে পালাতে সহায়তা করে। ঘটনার পর শিশুটির মা স্থানীয় জনতার সহায়তায় শফিকুল ইসলাম শাহিনকে আটক করে থানায় নিয়ে যান। পরে কদমতলী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। ওই মামলার সূত্র ধরেই ইউসুফ আলীকে গ্রেপ্তার করে কদমতলী থানা-পুলিশ। গ্রেপ্তার ইউসুফ আলীকে আদালতে পাঠানো হলে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অজ্ঞাত আসামিকে গ্রেপ্তারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।