আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা আসার পর এই নির্বাচন ঘিরে নানা আলোচনা-পর্যালোচনার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, দুই পক্ষের মধ্যে একান্ত আলোচনা হয়েছে। তবে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
গত ১৫ জুন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি, রমজান মাস শুরুর আগে। এর আগে লন্ডনে ১৩ জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে এই নির্বাচন আয়োজনের যৌথ ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। তবে ১৫ জুন সিইসি মন্তব্য করেন, এই ঘোষণায় কারো স্বাক্ষর নেই এবং এটি ‘সরকারি ঘোষণা’ হিসেবে গণ্য করা যায় না।
তিনি বলেন, ভোটের আট-দশ মাস আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা সম্ভব নয়। নির্বাচন কমিশন যথাসময়ে তফশিল ঘোষণা করবে বলেও জানান তিনি।
বাংলাদেশের প্রচলিত রেওয়াজ অনুযায়ী, নির্বাচনের তফশিল ঘোষণার আগে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সব প্রস্তুতি অবহিত করে। এই সাক্ষাতের কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিক তফশিল ঘোষণা করা হয়।
বর্তমানে নির্বাচন কমিশন যেহেতু আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছে, সেক্ষেত্রে প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
এদিন সকালে রাষ্ট্রীয় অতিথি ভবনে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। হজ ব্যবস্থাপনায় সাফল্যের জন্য তিনি সংশ্লিষ্টদের অভিনন্দন জানান এবং আগামী বছরের প্রস্তুতি এখন থেকেই শুরুর নির্দেশ দেন।