স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন, “যত প্রভাবশালীই হোক কোনো চাঁদাবাজকে ছাড় দেয়া হবে না।”
চাঁদাবাজির বিরুদ্ধে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “চাঁদাবাজির বিষয়ে কী হচ্ছে আপনারা বড় করে রিপোর্ট দিচ্ছেন না? গুলশানে চাঁদাবাজদের আমরা ছাড় দেইনি। গুলশানে চাঁদাবাজদের ধরছি না? কোনো চাঁদাবাজকে ছাড় দেয়া হবে না- সে যত বড় লোকই হোক, যত প্রভাবশালী হোক না কেন, কাউকেই ছাড় দেয়া হবে না।”
এসময় কেউ কেউ সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজি করছে- এর জবাবে জাহাঙ্গীর আলম বলেন, “আমি তো বললাম কাউকে ছাড় দেয়া হবে না। যত পরিচয় দেয়া হোক না কেন, কাউকে ছাড় দেয়া হবে না।”
মাদকের প্রসঙ্গ তুলে উপদেষ্টা বলেন, “মাদকটা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে ঢ়ুকে গেছে, এটাকে কীভাবে বন্ধ করা যায়, সেজন্য আমরা কক্সবাজারে একটা উচ্চপর্যায়ের কমিটি গিয়েছিলাম। তাদের অর্জনটা কি সেটা দেখার জন্য। দেখা গেছে, ওখানে যাওয়ার পর কিছুটা সুফল আমরা পেয়েছি। মাদক জব্দের পরিমাণটা অনেক বেড়েছে। মাদক বহনকারীরা ধরা পড়ছে, কিন্তু গডফাদাররা ধরা পড়ছে না। গডফাদারদের ধরতে না পাড়ার পেছনে আমাদের কিছু সংস্থার দায় রয়েছে। আমরা সবার থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছি না। কাদের থেকে সহযোগিতা পাচ্ছি না সেটা আমি আপাতত বলতে চাচ্ছি না। অনেক আছে যাদের কাছ থেকে আমরা সহযোগিতা পাচ্ছি না।”
‘নির্বাচনকে সামনে রেখে পুলিশের যে প্রশিক্ষণ সেটি আগস্ট মাস থেকে শুরু হবে। নির্বাচনের আগে পর্যন্ত এক ব্যাচ যাবে আরেক ব্যাচ আসবে, এভাবে ট্রেনিং চলতে থাকবে’-যোগ করেন এ স্বরাষ্ট্র উপদেষ্টা।