জানা নিউজ

মোহামেডান স্পোর্টিং ক্লাব ১-0 গোলে হেরেছে।

ফেডারেশন কাপের শুরুতেই ধাক্কা খেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির কাছে ১-০ গোলে হেরেছে।ম্যাচের একমাত্র গোলটি করেছেন রাজন হাওলাদার।

বসুন্ধরা কিংস অ্যারেনায় যদিও পুরো ম্যাচে দাপটের সঙ্গে খেলেছে মোহামেডান। কিন্তু একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছেন ফরোয়ার্ডরা। রহমতগঞ্জের গোলরক্ষক মামুন আলিফ একাই কয়েকটি দুর্দান্ত সেভ করেন। ১৩ মিনিটে জিসানের ক্রসে বোয়েটাংয়ের হেড গোলরক্ষক মামুন ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকান।  বিরতির পরও মোহামেডানের দাপট চলতে থাকে। ৬১ মিনিটে সানডের দুর্বল শট গোলকিপার জায়গায় দাঁড়িয়ে তালুবন্দী করেন। ৬৯ মিনিটে মুজাফফরভের বুলেট গতির শট ক্রস বারের একটু ওপর দিয়ে গেলে আবারও হতাশ হতে হয় তাদের।খেলায় ধারার বিপরীতে  গিয়ে ৮২তম মিনিটে জয়সূচক গোলটি করে রহমতগঞ্জ। বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা রাজন প্রথমে সতীর্থকে খুঁজে নেওয়ার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর, জায়গা করে নিয়ে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন। মোস্তফা কাহরাবার কথার পাল্টা জবাব দিতে গিয়ে তাকে কনুই দিয়ে আঘাত করেন শান্ত। যার ফলে সরাসরি লাল কার্ড দেখতে হয় তাকে। বাকিটা সময় ১০ জন নিয়ে খেলে মোহামেডান আর পারেনি ঘুরে দাঁড়াতে।