ক্রিস্টিয়ানো রোনালদো এই নামটাই একটা ব্র্যান্ড। সেই ব্যাপারটা ক্যারিয়ারের চূড়ায় থাকতেই বুঝতে পেরেছিলেন স্বয়ং রোনালদো। নিজের নাম ও জার্সি নম্বরের জনপ্রিয়তা ব্যবহার করে ২০১৩ সালে তিনি ‘সিআর৭’ ব্র্যান্ডটি বাজারে নিয়ে আসেন। অন্তর্বাস, সুগন্ধি প্রসাধনী সহ, এই ব্র্যান্ডের চেইন হোটেল ব্যবসাও ছিল পৃথিবীর বিভিন্ন প্রান্তে। সম্প্রতি এই চেইন হোটেলের মরক্কো শাখায় আগুন লেগেছিল। পর্তুগালের বিখ্যাত সংবাদমাধ্যম ‘আ বোলা’ এই খবরটি নিশ্চিত করে। তারা জানিয়েছে, মরোক্কোর মারাকেশে অবস্থিত ‘পেস্তানা সিআর সেভেন’ হোটেলে আগুন লেগেছিল। তবে দ্রুত আগুন নেভানোর দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বলে, বড় ধরণের দুর্ঘটনা ঘটেনি। মরক্কোর গণমাধ্যমগুলোর দাবি, আগুনের তীব্রতা বেশি ছিল না। হোটেলের কর্মরত সকলে মিলে এবং জরুরি বিভাগের কর্মীদের সহযোগিতায় দ্রুত আগুন নেভানোর পদক্ষেপ গ্রহণ করা হয়। আগ্নি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তাছাড়া হোটেলের বাকি অংশগুলোতে আগুন ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়। স্বস্তির খবর এই যে, ‘পেস্তানা সিআর সেভেন’ হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের হয়নি। রোনালদো ২০১৯ সালে মরক্কোর মারাকেশ শহরে এই বিলাসবহুল হোটেলটি চালু করেন। তবে এটিই ‘পেস্তানা সিআর সেভেন’ ব্র্যান্ডের একমাত্র হোটেল নয়। এই ব্র্যান্ডের আরও শাখা রয়েছে লিসবন এবং মাদেইরাসহ বিশ্বের নানান জায়গায়।