জানা নিউজ

মঙ্গলবার এমপিও শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা দিয়েছেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। একই সঙ্গে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলেও হুঁশিয়ার করেন তারা।

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সোমবার বিকেলে এমপিওভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

তিনি জানান, আজ রাতের মধ্যে যদি প্রজ্ঞাপন বা কোনো ঘোষণা না দেয়া হয় তাহলে লং মার্চ ও চলমান কর্মবিরতি চলবে।

এর আগে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু হতে পারে বলে জানিয়েছিলেন।

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, গতকাল শিক্ষকদের ওপর যে হামলা করা হয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। এই সরকার থেকে এটা আশা করিনি। আমাদের ৫ জন সহযোদ্ধাকে পিটিয়ে আহত করা হয়েছে।

যেহেতু আমরা কর্মবিরতি ঘোষণা করেছি, সেহেতু আপনারা সবাই শহীদ মিনারে চলে আসুন। যদি কোনো প্রতিষ্ঠান প্রধান আপনাদের বাঁধা দেয় তাহলে সব শিক্ষকরা মিলে তাকে বাধ্য করবেন-শিক্ষকদের উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।