জানা নিউজ

ভারতে নিষেধাজ্ঞার মুখে আতিফ আসলাম, রাহাত ফতেহ আলী খান

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক ভয়াবহ হামলার জেরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করছে ভারত, আর তার প্রেক্ষিতেই একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে দেশটির প্রশাসন। এবার এই উত্তেজনার রেশ গিয়ে ঠেকল বিনোদন জগতে।
পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম, রাহাত ফতেহ আলী খান এবং অভিনেতা ফাওয়াদ খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হয়েছে। এর আগে একই কারণে নিষিদ্ধ করা হয়েছিল অভিনেত্রী মাহিরা খান ও হানিয়া আমিরের ইনস্টাগ্রাম প্রোফাইল। গত শুক্রবার থেকে এই তিন তারকার অ্যাকাউন্ট ভারতে আর দেখা যাচ্ছে না।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর বরাতে জানা যায়, ভারত সরকার ‘আইনি অনুরোধের ভিত্তিতে’ ইনস্টাগ্রামকে এই পদক্ষেপ গ্রহণে অনুরোধ জানায়। এখন এই শিল্পীদের প্রোফাইলে প্রবেশের চেষ্টা করলে ব্যবহারকারীরা দেখতে পাচ্ছেন বার্তাÑ “ভারতে এই অ্যাকাউন্ট সচল নেই। এটি সীমাবদ্ধ করা হয়েছে একটি আইনি অনুরোধ অনুযায়ী।”
শুধু এই তিনজন নন, পাশাপাশি আরো বেশ কয়েকজন পাকিস্তানি তারকার অ্যাকাউন্ট ‘হাইড’ করে রাখা হয়েছে। তাদের মধ্যে রয়েছেনÑ সানাম সাঈদ, বিলাল আব্বাস, ইকরা আজিজ, ইমরান আব্বাস এবং সজল আলি।
ভারতে পাকিস্তানি শিল্পীদের একটি বড় অনুরাগী শ্রেণি রয়েছে। বহু ভারতীয় শ্রোতা ও দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছেন এই শিল্পীরা। তাদের অ্যাকাউন্ট হঠাৎ করে অদৃশ্য হয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন অনেক ভক্তই।
বিশ্লেষকদের মতে, রাজনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে বিনোদন অঙ্গনের উপর এই ধরনের প্রভাব নতুন কিছু নয়। তবে এ ধরনের নিষেধাজ্ঞা সাধারণ মানুষের সাংস্কৃতিক বিনিময় এবং উন্মুক্ত মতপ্রকাশের জায়গাকে সংকুচিত করে ফেলে বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।
ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্কের জটিলতায় দুই দেশের শিল্পীদের সহযোগিতা ও পারস্পরিক বিনিময় নানা সময়েই বাধাগ্রস্ত হয়েছে। তবে এই নিষেধাজ্ঞার ফলে পারস্পরিক সাংস্কৃতিক সম্পর্ক আরও দুর্বল হয়ে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।