বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে রবিবার (১১ মে) বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু-দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে।
আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ শামসুর রহমান জানান, বৌদ্ধ পূর্ণিমায় সরকারি ছুটি থাকায় আজ রবিবার বেনাপোল দিয়ে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আগামীকাল সোমবার (১২ মে) সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহম্মেদ বলেন, দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।
উপ-পরিচালক মামুন কবীর তরফদার জানান, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় রবিবার আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আগামীকাল সোমবার (১২ মে) সকাল থেকে এ বন্দর দিয়ে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। তবে বেনাপোল বন্দরে পণ্য খালাস করা ভারতীয় খালি ট্রাকগুলো ফিরে যেতে পারবে বলে জানান তিনি।