মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : শুভ বলা যায় না। কোনো ঘটনা আপনাকে বিচলিত করতে পারে, ঠাণ্ডা মাথায় কাজ। দান ধর্ম করতে পারেন। দুঃখ পেতে পারেন। দুশ্চিন্তা বৃদ্ধির যোগ। যাত্রা মধ্যম।
বৃষ (২১ এপ্রিল-২০ মে) : বিভিন্ন ধরনের কর্মে লিপ্ত থাকবেন। চিন্তা করে কাজ করবেন। ব্যবসায় শুভ। ভ্রমণ যোগ। আশাপূর্ণ হতে পারে। যন্ত্রণা হতে পারে। যাত্রা শুভ।
মিথুন (২১ মে-২০ জুন) : শুভ বলা যায়। কোনো সমস্যার সমাধান হতে পারে। পরোপকার করতে পারেন। সম্পদ লাভের যোগ। সৎসঙ্গে যোগদান। যাত্রা মধ্যম।
কর্কট (২১ জুন-২১ জুলাই) : কর্মক্ষেত্রে সমস্যায় পড়ার সম্ভাবনা। ভ্রমণ হতে পারে। চঞ্চলতা হতে পারে। সৎসঙ্গে যোগ। সম্পদ লাভের যোগ। শত্রুতা বৃদ্ধির যোগ। যাত্রা শুভ।
সিংহ (২২ জুলাই-২১ আগস্ট) : শুভ বলা যায়। কোনো সমস্যার সমাধান হতে পারে। কাজে সাফল্য লাভের যোগ। শ্রীবৃদ্ধির যোগ। ধর্মকর্ম হতে পারে। গান-বাজনায় যোগ। বিজয় হতে পারে। যাত্রা মধ্যম।
কন্যা (২২ আগস্ট-২১ সেপ্টেম্বর) : আ্তীয় সমাগম হতে পারে। অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। পারিবারিক দুশ্চিন্তা। ধর্মকর্ম হতে পারে। বিত্তনাশ হতে পারে। সৌন্দর্য বোধের যোগ। যাত্রা মধ্যম।
তুলা (২১ সেপ্টেম্বর-২২ অক্টোবর) : বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হতে পারেন। সব সময় সতর্ক থাকতে হবে। আর্থিক সমস্যা বৃদ্ধি। চক্ষুপীড়া হতে পারে। সৎসঙ্গে যোগদান। ব্যাঘাত হতে পারে। যাত্রা শুভ।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর) : কাজে ঝুঁকি নিতে হবে। সারা দিন ব্যস্ততায় কাটবে। অর্থ সমাগম হতে পারে। পারিবারিক শুভ। বিলাসিতার যোগ। মধুচন্দ্রিমার যোগ। দেশ ভ্রমণ হতে পারে। যাত্রা শুভ।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) : শুভ বলা যায়। কর্মক্ষেত্রে সমস্যার সমাধান হতে পারে। কাজে যোগ দেয়ার সম্ভাবনা। জয়লাভের যোগ। ধর্মকর্ম হতে পারে। ব্যবসা শুভ হতে পারে। যাত্রা মধ্যম।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) : শুভ নয়। কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। বিভিন্নভাবে ঝুঁকি নিতে হবে। বিজয় হতে পারে। ক্ষতি হতে পারে। শরীরে ক্লেশ হতে পারে। ব্যর্থতার যোগ। যাত্রা শুভ।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : শুভ বলা যায় না। কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। ধৈর্য ধরে কাজ। সাধুসঙ্গ হতে পারে। ভ্রমণ হতে পারে। দ্বন্দ্ব হতে পারে। যাত্রা মধ্যম।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : নানা ধরনের কাজে অগ্রগতির যোগ, সব ক্ষেত্রে চেষ্টা চালিয়ে যান। মেজাজ শান্ত রাখতে হবে। লাভের যোগ। ধর্মকর্ম যোগ। বিরহের যোগ। বিলাসিতার যোগ। যাত্রা শুভ।