বিশ্বের প্রধান জ্বালানি ক্রেতা দেশ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বাণিজ্যিক উত্তেজনা নতুন করে বেড়েছে। এ পরিস্থিতিতে জ্বালানি তেলের চাহিদা নিয়ে নতুন করে উদ্বেগ বেড়েছে বিশ্ববাজারে। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে গতকাল দাম কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলে ২৮ সেন্ট বা দশমিক ৪০ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য দাঁড়িয়েছে ৬৮ ডলার ৯৩ সেন্টে। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩৭ সেন্ট বা দশমিক ৫৫ শতাংশ কমে প্রতি ব্যারেল লেনদেন হয়েছে ৬৬ ডলার ৮৩ সেন্টে। উল্লেখ্য, ফিউচার মার্কেটে আগস্টে সরবরাহের চুক্তিতে ডব্লিউটিআই কেনাবেচার গতকালই ছিল শেষদিন। সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে পণ্যটির দাম কমেছে ব্যারেলে ২৯ সেন্ট বা দশমিক ৪৪ শতাংশ। প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৬৫ ডলার ৬৬ সেন্ট। ফিলিপ নোভার সিনিয়র বিশ্লেষক প্রিয়াঙ্কা সাচদেবার মতে, বিশ্বব্যাপী বাণিজ্য উত্তেজনার মধ্যে জ্বালানি তেলের চাহিদা নিয়ে উদ্বেগ ক্রমে বাড়ছে। বিশেষ করে ১ আগস্টের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য ঘোষণা ঘিরে বাজার সতর্ক অবস্থানে আছে। তিনি আরো জানান, রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেলের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার প্রভাব নিয়েও বিনিয়োগকারীরা দুশ্চিন্তায় রয়েছেন। ইসরায়েল-ইরানের মধ্যে ২৪ জুন যুদ্ধবিরতি ও বড় জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলোর উত্তোলন বৃদ্ধির ফলে বিশ্ববাজারে সরবরাহ ঘাটতির আশঙ্কা কমেছে। তবে মার্কিন বাণিজ্যনীতিতে পরিবর্তনের কারণে বৈশ্বিক অর্থনীতির গতি কমে যাওয়ার শঙ্কায় বাজারে জ্বালানি তেলের দামে নিম্নমুখী চাপ তৈরি হয়েছে।আইজির বিশ্লেষক টনি সাইকামোর বলেন, ‘ডলারের বিনিময় হার কমে যাওয়ায় মূল্য কিছুটা স্থিতিশীল আছে। তবে বাণিজ্যযুদ্ধ নিয়ে উদ্বেগ থাকায় জ্বালানি তেলের দাম বাড়ছে না।’ তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র-ইইউর মধ্যে শুল্ক নিয়ে উত্তেজনা আরো বাড়তে পারে। এতে বাজারে অস্থিতিশীলতা অব্যাহত থাকবে।’ ইইউ কূটনীতিকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গ্রহণযোগ্য বাণিজ্য চুক্তির সম্ভাবনা ক্ষীণ হয়ে আসায় ইউরোপ একটি বিস্তৃত পাল্টা ব্যবস্থা বিবেচনা করছে। যুক্তরাষ্ট্র এরই মধ্যে হুমকি দিয়েছে, ১ আগস্টের মধ্যে সমঝোতা না হলে ইইউ পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করবে। এদিকে সৌদি আরব চলতি বছরের মে মাসে দৈনিক ৬১ লাখ ৯১ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করেছে, যা তিন মাসের মধ্যে সর্বোচ্চ। সোমবার দেশটির জয়েন্ট অর্গানাইজেশন ডাটা ইনিশিয়েটিভ (জেওডিআই) এ তথ্য জানিয়েছে। জেওডিআইয়ের তথ্যমতে, এপ্রিলে সৌদি আরবের দৈনিক জ্বালানি তেল রফতানির পরিমাণ ছিল ৬১ লাখ ৬৬ হাজার ব্যারেল। মে মাসে সৌদি আরবের মোট তেল উত্তোলন বেড়ে দাঁড়িয়েছে দৈনিক ৯১ লাখ ৮৪ হাজার ব্যারেলে, যা এপ্রিলের দৈনিক ৯০ লাখ ৫ হাজার ব্যারেলের তুলনায় কিছুটা বেশি।