শোবিজ অঙ্গনের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া সম্প্রতি এক বিরল রোগে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকের পরামর্শে গত ৭ অক্টোবর তার মুখের টিউমার অপসারণের জন্য জটিল অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এবং সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন।
অর্চিতা স্পর্শিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, “অপারেশন সাকসেসফুল। টিউমার ছিল। অপারেশনটা যথেষ্ট জটিল ছিল। তবে পুরোপুরি সুস্থ হতে আমার আরও সময় লাগবে। এই সময়ে আমাকে বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হবে।” তিনি আরও বলেন, মাসখানেক আগে নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পরই এই বিরল রোগের সন্ধান মেলে। এরপর চিকিৎসকের পরামর্শে ভর্তি হয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
চিকিৎসকেরা স্পর্শিয়াকে তিন সপ্তাহের পরিপূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এই সময়ে কথা বলা নিষেধ, খাবারের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে। তিনি কেবল তরল খাবার গ্রহণ করছেন এবং পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের সঙ্গে সীমিত যোগাযোগ রাখছেন। অস্ত্রোপচারের আগে নিজেই ফেসবুকে জানিয়েছিলেন, “আমি অ্যামেলোব্লাস্টোমা রোগে আক্রান্ত এবং কয়েক দিন ধরে অপারেশনের আগে চিকিৎসার মধ্যে আছি।”
বর্তমানে হাসপাতাল থেকে হোয়াটসঅ্যাপে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের খুদে বার্তা দিয়ে জানিয়েছেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তবে এই অসুস্থতা তার অভিনয় জীবনের ব্যস্ততাকে কিছুটা থমকে দিয়েছে। তিনি বলেন, “ওয়েব সিরিজ, সিনেমাসহ কয়েকটি কাজের ব্যাপারে কথাবার্তা চূড়ান্ত হয়েছিল। কিন্তু আমার অসুস্থতার কারণে আপাতত তা করতে পারছি না। পুরোপুরি সুস্থ হলে সেসব কাজ নিয়ে ভাবব।”