জানা নিউজ

প্রেমিকাকে বিয়ে করতে ব্যর্থ হওয়ায় অভিমান করে এক যুবকের আত্মহত্যা

নওগাঁর ধামইরহাট উপজেলায় প্রেমিকাকে বিয়ে করতে ব্যর্থ হওয়ায় অভিমান করে সাগর হোসেন (২১) নামের এক যুবক আত্মহত্যা করেছে। শুক্রবার সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। নিহত সাগর হোসেন উপজেলা ধামইরহাট ইউনিয়নের রামরামপুর তেলিপাড়া গ্রামের রহিদুল ইসলামের ছেলে। নিহতের বাবা মো. রহিদুল ইসলাম (০১৭৭৭-৪৯২০০৬) মুঠোফোনে জানান, গত ৮ মে বৃহস্পতিবার রাতে অজ্ঞাত কারণে অভিমান করে সে নিজ ঘরে বিষ পান করে। বিষয়টি জানতে পেরে ওই রাতে তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে সেখানে চিকিৎসা প্রদানকালীন রোগীর অবস্থার অবনতি হলে শুক্রবার তাকে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে নেয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পরে সাগর হোসেন। ২০২১ সালে হরিতকীডাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করা এই ছেলেটিকে পছন্দের মেয়ের সাথে বিয়ে না দেওয়ায় সে এমন আত্নহননের পথ বেছে নিয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং কোন অভিমান নয়, পছন্দের মেয়েকে বিয়ে করতে না পারায় এই আত্নহত্যা বলে ধারনা করছেন তার বড় চাচা আব্দুর রহিম ও তার প্রতিবেশীরা। বাবা রহিদুল ইসলাম আরও বলেন, তার একমাত্র সন্তানের সাথে কোনদিন মতভেদ হয়নি এবং সে কারও সাথে কোন সম্পর্কে জড়িয়েছিল এমনটাইও জানা নেই।’ধামইরহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক জানান, মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে এবং ১০ মে সকালে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে।