জানা নিউজ

নতুন সিনেমার কাহিনি প্রকাশ করলেন ‘কেজিএফ’অভিনেত্রী

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রিণ্ধি শেঠি অবশেষে মুখ খুললেন তার নতুন সিনেমা ‘তেলুসু কাদা’-র গল্প নিয়ে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন অনুযায়ী ছবিটি একটি ত্রিভুজ প্রেমের কাহিনি, তবে অভিনেত্রী নিজেই সেই ধারণা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, “এটি কোনো ত্রিভুজ প্রেমের গল্প নয়। এর কাহিনি একেবারে নতুন ঢঙে বলা হয়েছে, যা সবাই প্রেক্ষাগৃহে গিয়ে উপভোগ করবেন।”
নির্মাতা নীরজা কোণা পরিচালিত এই সিনেমায় শ্রিণ্ধির সঙ্গে অভিনয় করছেন সিদ্ধু জন্নালাগাড্ডা এবং রাশি খান্না। ছবিটির আড়ম্বরপূর্ণ টিজার এবং এস থামানের সুরে সাজানো সঙ্গীত ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল বাড়িয়েছে। শ্রিণ্ধি বলেন, “পরিচালক নীরজার দৃষ্টিভঙ্গি একেবারেই আলাদা, আর সিদ্ধুর পেশাদারিত্ব আমাকে মুগ্ধ করেছে। রাশি খান্নাকে আমি ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও মনে করি।”
‘কেজিএফ’ ও ‘হিট ৩’-এর মতো সুপারহিট সিনেমার পর শ্রিণ্ধি এবার তার নতুন সিনেমার প্রতিক্রিয়া দেখার জন্য উদগ্রীব। তিনি বিশ্বাস করেন, ‘তেলুসু কাদা’ দর্শকদের জন্য বিনোদন এবং আবেগের এক অনন্য মিশ্রণ তৈরি করবে। সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ১৭ অক্টোবর, যা শুক্রবার (১৭ অক্টোবর) প্রেক্ষাগৃহে আসছে।
বিশ্লেষকরা মনে করছেন, শ্রিণ্ধির মতো প্রজন্মের অভিনেত্রী যখন নতুন গল্পের সঙ্গে অভিনয়ে নামেন, দর্শকরা আগ্রহী হয়ে ওঠে। সিনেমার ভিন্নধর্মী কাহিনি এবং টিজার থেকে দেখা যায়, এটি কেবল প্রেম নয়, নাট্য ও আবেগের সমন্বয় ঘটাতে চলেছে।