জনপ্রিয় ভারতীয় ফ্র্যাঞ্চাইজি ‘বাহুবলী’ আবার ফিরছে বড় পর্দায়-তবে এবার নতুন গল্প নয়, পুরোনোর মধ্যেই নতুন চমক। পরিচালক এস. এস. রাজামৌলি তাঁর দুই ব্লকবাস্টার-‘বাহুবলী: দ্য বিগিনিং’ (২০১৫) ও ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ (২০১৭)-কে একত্রিত করে আনছেন নতুন রূপে। নাম ঠিক না হলেও, ভক্তদের মুখে ইতোমধ্যেই এটি পরিচিত হয়ে উঠেছে ‘বাহুবলী থ্রি’ হিসেবে।
চলচ্চিত্রটির প্রযোজক শোবু ইয়ারালাগাড্ডা জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজির ১০ বছর পূর্তিকে ঘিরেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর ভাষায়, “দুই ছবির গল্প আমরা একসঙ্গে উপস্থাপন করছি। শুরুতে থাকবে প্রথম কিস্তির কাহিনি, বিরতির পর চলবে দ্বিতীয় পর্ব। মোট দৈর্ঘ্য হবে প্রায় তিন ঘণ্টা ৪৫ মিনিট।”
তবে শুধু পুরোনো গল্প নয়-এই সংস্করণে যুক্ত হচ্ছে কিছু ‘অদেখা দৃশ্য’ও। নির্মাতা সূত্রে জানা গেছে, মূল শুটিংয়ে রাজামৌলি প্রায় ১১ ঘণ্টার ফুটেজ ধারণ করেছিলেন। এডিটিংয়ের সময় যার বড় অংশ বাদ যায়। নতুন সংস্করণে সেই অংশের কিছু সংযোজন করা হচ্ছে। ফলে দর্শক এবার দেখতে পাবেন আগের দুই ছবির মধ্যেকার সংযোগ ও অতিরিক্ত কিছু চরিত্রের বিকাশও।
যদিও ভক্তরা একে ‘বাহুবলী থ্রি’ ভাবছেন, প্রযোজক শোবু স্পষ্ট করে জানিয়েছেন, “এটা নতুন তৃতীয় পর্ব নয়। বরং এটি আমাদের যাত্রার একটি নতুন সূচনা। ভবিষ্যতে ‘বাহুবলী ইউনিভার্স’-এ আরও গল্প বলা হতে পারে।”
মুক্তির আগে নেটফ্লিক্স থেকে সরিয়ে নেওয়া হয়েছে আগের দুই পর্ব। উদ্দেশ্য একটাই-দর্শক যেন আবার হলে গিয়ে এই মহাকাব্যিক যুদ্ধ, ভালোবাসা আর প্রতিশোধের গল্পটিকে বড় পর্দায় উপভোগ করেন।
‘বাহুবলী: দ্য বিগিনিং’ মুক্তির সময়ই রেকর্ড গড়ে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করে। আর সিক্যুেয়ল ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ বিশ্বজুড়ে আয় করেছিল প্রায় ১,৮০০ কোটি রুপি। দুই ছবিতে অভিনয় করেছেন প্রভাস, রানা দাগগুবাতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, রম্যা কৃষ্ণন, সত্যরাজ ও নাসির।
রাজামৌলির এই নতুন উপস্থাপনাটি আগামী ৩১ অক্টোবর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। নির্মাতারা আশা করছেন, এবারও ‘বাহুবলী’ দর্শকের মনে জাগাবে একই রকম রোমাঞ্চ।