জানা নিউজ

দেলদুয়ারে মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণের শিকার

টাঙ্গাইলের দেলদুয়ারে ১৩ বছর বয়সের মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ডুবাইল ইউনিয়নের বর্ণী গ্রামে ঘটেছে ঘটনাটি। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ওই গ্রামের মৃত আজিজ মিয়ার ছেলে মো. হুমায়ুন মিয়া (৫৫) কে অভিযোগ হওয়ার পর পরই গ্রেফতার করেছে থানা পুলিশ। ধর্ষকের পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ওই ছাত্রী লেট্রিনে যাওয়ার সময় জোর পূর্বক টেনে নিয়ে ধর্ষকের বাড়ীর পাশে তার নিজ মুরগীর খামারের খাদ্য রাখার ছাপড়া ঘরে ধর্ষণ করেছে। ঘটনার পর ধর্ষকের বড় ভাই গ্রাম্য মাতাব্বর আযম সামাজিক ভাবে মিমাংসা দেয়ার আশ্বাস দেন। কিন্তু মিমাংসা না দিয়ে উল্টো মামলা না করার জন্য ভয় ভীতি দেখান। পরিবারের আরও অভিযোগ, ধর্ষকের ভাতিজা ওয়াছি ও আসাদ ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় দাড়িয়ে থাকে যাতে অভিযোগ দিতে কেউ থানায় না যেতে পারে। শনিবার বিকাল ৫টার দিকে ঘটনাস্থল সড়েজমিনে গিয়ে তথ্য সংগ্রহকালে ধর্ষকের পরিবারের কোনো পুরুষ সদস্যকে বাড়ীতে পাওয়া যায়নি।

এ ব্যপারে দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আজিজুল হক হাওলাদার বলেন, অভিযোগের পর পরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলা হয়েছে।