ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির আবারও মুগ্ধ করলেন ভক্তদের। অভিনয়ের পাশাপাশি গ্ল্যামার ও ফ্যাশনে যে তিনি সবসময় এগিয়ে, তা প্রমাণ করলেন নতুন এক ফটোসেশনে। বর্তমানে থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন এই অভিনেত্রী, সেখান থেকেই শুক্রবার (১০ অক্টোবর) সামাজিক মাধ্যমে একঝাঁক নতুন ছবি শেয়ার করে ভক্তদের নজর কাড়লেন তিনি।
ব্যাংককের একটি ক্যাফেতে তোলা ছবিগুলোতে দেখা যায়, সাফার পরনে সাদা ও গাঢ় নীল রঙের একটি ফ্লোয়িং গাউন, যার পাতার মতো নকশা তাকে দিয়েছে এক ভিন্ন আবেদন। ঢিলে হাতা, হালকা মেকআপ, খোলা চুল আর তারার আকৃতির কানের দুলে যেন সম্পূর্ণ হয়েছে তার লুক। ছবিগুলোর প্রতিটি ফ্রেমে ধরা পড়েছে এক স্বস্তির ছুটির আবহ।
নিজের ইনস্টাগ্রামে ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে সাফা লেখেন, “শুক্রবারের ছুটিতে! আমি ক্যাফেগুলোতে তাদের নিজস্ব শৈল্পিক ছোঁয়া খুব ভালোবাসি। একটু প্রকৃতি, ভালো খাবার, ভালো পরিবেশ, আর ছবি তোলার জন্য দারুণ কিছু জায়গা; এই মুহূর্তগুলো ধরে না রেখে পারলাম না।”
ভক্তরাও থেমে থাকেননি। কেউ লিখেছেন, “চমৎকার রকমের সুন্দর”, আরেকজন মন্তব্য করেছেন, “আমার পছন্দের মানুষ আপনি, অনেক সুন্দর লাগছে।”
দেশের টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি সাফা কবিরকে বাংলাদেশের অন্যতম ফ্যাশনিস্তা হিসেবেও গণ্য করা হয়। তবে গত বছরের শেষ দিকে একটি বিতর্কিত ঘটনায় মাদকের সঙ্গে তার নাম জড়িয়ে সমালোচিত হয়েছিলেন তিনি। সেই কঠিন সময় পেরিয়ে এখন নতুন উদ্যমে ফিরে এসেছেন অভিনেত্রী। যদিও সাম্প্রতিক সময়ে তার কোনো নতুন নাটক বা চলচ্চিত্রের খবর প্রকাশ পায়নি, তবুও ভক্তরা অপেক্ষায় আছেন তার পরবর্তী কাজের জন্য।