জানা নিউজ

তরুণ প্রজন্মকে মাইনাস করে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের চিন্তা ভুল, হাসানাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তরুণ প্রজন্মকে বাদ দিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পরিকল্পনা কেউ যদি করে থাকে, তাহলে সেটি ভুল সিদ্ধান্ত হবে বলে মন্তব্য করেছেন।

বুধবার দুপুরে ঢাকা কলেজ অডিটরিয়ামে ‘জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা কলেজের অবদান’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, কোনো শক্তি যদি রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে মনে করে থাকে যে, তারা তরুণ প্রজন্মকে মাইনাস করে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবে, নিজেরাই সংসদের দিকের যাত্রা করবে, তাহলে তারা সেটা ভুল ভাবছে। যে সব আমলা, ব্যবসায়ী ও পুলিশ ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য সহায়তা করেছিলেন তাদের প্রতি তরুণ প্রজন্মের ক্রোধ রয়েছে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা আজ স্বাধীনভাবে কথা বলতে পারছি। আজকে আমরা যখন ফেসবুক ব্যবহার করি তখন আমাদের ব্যাক স্পেস ব্যবহার করতে হয় না। এ তরুণ প্রজন্মের ক্ষোভ রয়েছে সেইসব বিচারকের প্রতি যাদের কারণে মজলুমের ফাঁসি হয়েছে।