কথা ছিল আগামী সপ্তাহে দেশে ফিরবেন। কিন্তু তার কয়েকদিন আগেই ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শুধু দেশেই ফেরেননি, ঢাকার মাটিতে পা রাখার ৪৮ ঘণ্টার মধ্যে বোর্ড পরিচালক পর্ষদের সভাও ডেকেছেন নতুন বিসিবিপ্রধান। অস্ট্রেলিয়ায় স্ত্রী-সন্তানের সঙ্গে ঈদ পালনের পর আরব আমিরাতের দুবাইয়ে গিয়েছিলেন আমিনুল ইসলাম। সেখানে আইসিসিতে পুরোনো চাকরি সংক্রান্ত কাজ ছিল তার। তা চুকিয়েই ব্যস্ত সময় কেটেছে। সেখানে থাকাকালে গত শনিবার তিনি জানিয়েছিলেন, আগামী সপ্তাহে ঢাকায় ফেরার কথা। কিন্তু নির্ধারিত সময়ের কয়েকদিন আগেই চলে এসেছেন আমিনুল ইসলাম। আগেভাগে দেশে ফেরার কারণও জানা গেছে। আগামী ২৬ জুন বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির রজতজয়ন্তী বা ২৫ বছর পূর্তি। দিনটিকে স্মরণীয় করে রাখতে কিছু পরিকল্পনা আছে আমিনুল ইসলামের। বোর্ড পরিচালকদের সঙ্গে আলাপ করে সেই পরিকল্পনার চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই মূলত বোর্ডসভা। রজতজয়ন্তীর আয়োজনটা কেমন হবে, তা বোর্ডসভায় আলোচনার পর চূড়ান্ত হবে। তবে প্রাথমিকভাবে বুলবুল জানিয়েছেন, টেস্ট মর্যাদা পাওয়ার সময় দেশের ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত, নানা কর্মকাণ্ডে জড়িত সবাইকে সম্মান ও মূল্যায়ন করার পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী ওই সময়ের ক্রিকেটীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত ক্রিকেটার, প্রশিক্ষক, সংগঠক, পৃষ্টপোষক ও সাংবাদিকদের বিশেষ ভাবে সম্মাননা জানানোর পরিকল্পনা রয়েছে বুলবুলের।