জানা নিউজ

ঝুটঝামেলা ও হাসি-কান্নার মাঝেও টিকে আছে যশ-নুসরাতের সম্পর্ক

ওপার বাংলার জনপ্রিয় তারকা জুটি যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান। প্রেম, সংসার আর বিচ্ছেদের গুঞ্জন দীর্ঘদিন আলোচনায় থাকলেও এবার নজর কেড়েছে তাদের একসাথে কাটানো জন্মদিনের মুহূর্ত।
গত ১০ অক্টোবর যশের জন্মদিনে নুসরাত ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে তাদের সম্পর্কের উত্থান-পতনের মুহূর্তগুলো ফুটে উঠেছে। ক্যাপশনে তিনি লিখেছেন, “বিশ্বের সঙ্গে একসাথে লড়াই করা থেকে শুরু করে এখন একে অপরের সঙ্গেই লড়াই করছি (তবুও টিকে আছি)ৃ পেট ফেটে হাসা থেকে একে অপরকে আঘাত দেওয়া পর্যন্ত-আমরা ঝুটঝামেলায় ওস্তাদ! আমার মাথাব্যথার প্রিয় কারণের জন্য শুভ জন্মদিন; তোমার জীবন সুখ, শান্তি আর সাফল্যে ভরে উঠুক।”
এই পোস্টে যশও প্রতিক্রিয়া দিয়েছেন। মন্তব্যে তিনি লিখেছেন, “ঝুটঝামেলা আমাদের মানায়! তুমিই একমাত্র মানুষ, যে আমাকে ‘মাথাব্যথা’ বলে ডেকে সেটাকেও মিষ্টি করে তুলতে পারো! এই অগোছালো শুভেচ্ছার জন্য ধন্যবাদৃ চলো, একে অপরকে আরও কিছুদিন সহ্য করে বেঁচে থাকি।”
কিছুদিন আগে দুজনের সম্পর্কে দূরত্বের গুঞ্জন ছড়িয়েছিল। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করার পাশাপাশি আলাদা ছুটি কাটানোর খবরও শোনা গেছে। নুসরাত ছেলে ঈশানকে নিয়ে পাহাড়ে গেলে যশ সমুদ্রতটে তার প্রথম সন্তানকে সঙ্গে নিয়ে ছুটি কাটিয়েছিলেন। এমন সময় শোনা গিয়েছিল, তৃতীয় ব্যক্তির উপস্থিতি তাদের দূরত্বের কারণ হতে পারে। তবে সাম্প্রতিক পোস্ট থেকে বোঝা যাচ্ছে, সম্পর্কের বরফ অনেকটাই গলেছে।
ভক্তরা মনে করছেন, এই ধরনের প্রকাশ্য শুভেচ্ছা ও আন্তরিক পোস্ট তাদের সম্পর্কের পুনরায় দৃঢ়তার প্রমাণ। “সেলিব্রিটিদের সম্পর্কের ওঠাপড়া সাধারণ ঘটনা। ভক্তরা যখন সরাসরি তাদের অনুভূতি দেখে, তখন বোঝা যায় যে তারা এখনও একে অপরের প্রতি সম্মান ও ভালোবাসা বজায় রাখছেন,”বলছেন বিনোদন বিশ্লেষক রাহুল মুখোপাধ্যায়।