দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদ ও আহতদের পুনর্বাসন এবং সেই অভ্যুত্থানের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সরকার ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’ গঠন করেছে।
সোমবার (২৮ এপ্রিল) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এর আগে মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপনও জারি করা হয়। গেজেটে উল্লেখ করা হয়েছে, ১২ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী অধিদপ্তর গঠনের প্রক্রিয়া শুরু হয়।
জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠার লক্ষ্যে গত ২৮ ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজমের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় নতুন অধিদপ্তর গঠনের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয় এবং পরে উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদন লাভ করে।
সরকারি ঘোষণা অনুযায়ী, এই অধিদপ্তর অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৩৩টি নতুন পদ সৃষ্টির প্রস্তাবও ইতোমধ্যে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির মাধ্যমে অনুমোদিত হয়েছে।
সরকার মনে করে, জুলাই মাসের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান বাংলাদেশের স্বাধীনতার পথে এগিয়ে যাওয়ার সংগ্রামে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই এই আন্দোলনের ইতিহাস সংরক্ষণ এবং এর চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।