প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ঈদ ঘিরে টানা নয় দিনের ছুটি শেষে রোববার প্রথম কর্মদিবসে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বললেন,
“আপনারা খুবই দ্রুত সময়ের মধ্যে ভোটার নিবন্ধনের মত অসাধ্য কাজ সাধন করেছেন। আপনারা খুবই ভালো কাজ করছেন এবং প্রতিটি পদক্ষেপ সরকারকে সময়ে সময়ে জানানো হচ্ছে।”
সিইসি জানিয়েছেন জাতীয় পরিচয় পত্র (এনআইডি) ও সীমানা পুনঃনির্ধারণসহ নির্বাচনের সব কাজ ভালোভাবে আগাচ্ছে।
স্বল্প সময়ের মধ্যে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম সম্পন্ন করে আনায় কমিশনের কর্মকর্তাদের কর্মদক্ষতার প্রশংসা করেছেন প্রধান নির্বাচন কমিশনার।
এ সময় অনুষ্ঠানে অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিবসহ ঊর্ধতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। তথ্য সংগ্রহ শেষে কাজের পরের ধাপ হল ছবি তোলা, আঙুলে ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়ার কাজ। যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত।