জানা নিউজ

চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস

দেশের জুড়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। চুয়াডাঙ্গা জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরে তাপমাত্রার রেকর্ডের শীর্ষে রয়েছে চুয়াডাঙ্গা।

রোববার চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক জানিয়েছেন,  বিকেল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ২৬ শতাংশ।

আমাদের প্রতিনিধি জানিয়েছেন, সকাল থেকেই উত্তপ্ত ছিল চুয়াডাঙ্গার জনপদ। প্রখর তাপ আর প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। জীবিকার তাগিদে তীব্র রোদে পুড়ে কাজ করতে হচ্ছে শ্রমজীবী মানুষকে। রোদের তীব্র প্রখরতায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। তীব্র গরমে ঘরে-বাইরে কোথাও মিলছে না স্বস্তি। অসহনীয় তাপপ্রবাহের মধ্যে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ।

আবহাওয়া বার্তায় বলা হয়েছে, এ দিকে এ তাপমাত্রা আরও বাড়তে পারে। এ বিষয়ে চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, আগামী কয়েকদিন এমন অবস্থা বিরাজমান থাকতে পারে।