জানা নিউজ

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার দায়িত্ব নৌবাহিনীকে দেওয়ার সুপারিশ

নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় সরকার ছয় মাসের জন্য নৌবাহিনীকে দায়িত্ব দেওয়ার সুপারিশ করেছে। গতকাল বুধবার সচিবালয়ে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়ার জন্য আলোচনা চলছে জানিয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, তবে দেশের ক্ষতি হয় এমন কোনও সিদ্ধান্ত নেবে না সরকার। বিশ্বের বিভিন্ন দেশের বন্দর বিদেশি সংস্থা পরিচালনা করছে। সে ক্ষেত্রে বিদেশিরা বন্দর নিয়ে যাবে, এটি অবান্তর। তিনি মন্তব্য করেন, অন্তর্বর্তী সরকার দেশ বিক্রি করতে আসেনি। এই সরকার অল্প সময়ের জন্য আসছে। এরপরতো নতুন সরকার আসবে, এখন দেশ বিক্রি হলে তারা এসে কী করবে? এনবিআরের আন্দোলন সম্পর্কে ক্ষোভ ঝেড়ে নৌ উপদেষ্টা বলেন, তাদের জিম্মি করার দায়িত্ব কে দিয়েছে? শাস্তির পক্ষেই মত দেন।